Paschim Medinipur News: বিজেপি সাংসদের মানবিক মুখ, যন্ত্রণায় কাতারানো আহতকে তুলে নিলেন হাসপাতালে

Last Updated:

Paschim Medinipur News: মানবিক সাংসদ! দুর্ঘটনাগ্রস্থ আহত যুবককে নিয়ে এলেন হাসপাতালে, দিলেন পাশে থাকার আশ্বাস

+
title=

পশ্চিম মেদিনীপুর: রাজনৈতিক কচকচানির মধ্যে মানবিক মুখ দেখা গেল বিজেপি সাংসদের। দুর্ঘটনাগ্রস্থ যুবককে নিজের গাড়িতে তুলে নিয়ে এলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, করলেন ভর্তি। এরকমই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকায়। জানা যাচ্ছে শনিবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে পুরুলিয়া থেকে হলদিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত।
তিনি এদিন সন্ধ্যা নাগাদ শালবনির উপর দিয়ে যাওয়ার সময় দক্ষিণশোলের কাছে লক্ষ করেন ৬০ নং জাতীয় সড়কের পাশে বাইক সহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। যন্ত্রণায় কাতরাচ্ছে দেখে তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে স্থানীয় মানুষ ও তার নিরাপত্তা রক্ষীদের সহযোগিতায় গুরুতর আহত যুবককে সেখান থেকে নিজের গাড়িতে তুলে দ্রুত পৌঁছে যান মেদিনীপুর মেডিক্যালে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে ভর্তির ব্যবস্থা করেন আহত যুবক সাগর মাহাতকে।
advertisement
advertisement
অপরদিকে এই আহত যুবকের পরিবারও দৌড়ে আসে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও মানবিক সাংসদের এহেন ভূমিকায় খুশি আহত যুবকের পরিবার। তারা এক বাক্যে হাত জোড় করে সাংসদকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
advertisement
অন্যদিকে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন দুর্ঘটনায় পড়ে থাকায় যুবককে দেখে মন মানে নি। আমি যাচ্ছিলাম পুরুলিয়া থেকে হলদিয়া। তাই তাকে দেখেই তৎক্ষণাৎ তুলে নিয়ে আসি হাসপাতালে। কারণ একজন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে তা দেখে কোনো সাহায্য না করে চলে যাওয়া একজন সাংসদের মানায় না।
ওর পরিবারের পাশে আমরা রয়েছি এবং চিকিৎসার ক্ষেত্রেও চেষ্টা করব যাতে ও সর্বত্র ভালো চিকিৎসা পায়।যদিও সাংসদের এই মানবিক মুখে খুশি তার পরিবার।এইদিন তার ভাই প্রদীপ মাহাতো বলেন, জেঠু যেভাবে সাহায্য করেছে তাকে জ়োড় হাত করে প্রণাম জানাই।
advertisement
Sovon Das
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: বিজেপি সাংসদের মানবিক মুখ, যন্ত্রণায় কাতারানো আহতকে তুলে নিলেন হাসপাতালে
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement