Arijit Singh: আইপিএল মঞ্চে ধোনিকে কাছে পেয়ে পায়ে হাত দিয়ে নমস্কার অরিজিতের! হতবাক মাহি
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
আমেদাবাদ: অরিজিৎ সিং মাটির কাছাকাছি মানুষ। মাটির কাছেই থাকতে ভালোবাসেন। মুর্শিদাবাদের থাকলে জিয়াগঞ্জে নিজের পরিবার এবং পছন্দের জায়গায় ছুটি কাটাতে ভালবাসেন। অনুষ্ঠানের কোটি কোটি টাকা নেন। কিন্তু লো প্রোফাইল জীবন দেখার মত। সেই অরিজিত সিং আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে একটি অভূতপূর্ব মুহূর্তের সৃষ্টি করলেন।
শুক্রবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন বাংলার গায়ক অরিজিৎ। বলা হয়, তিনি নাকি ‘ফ্লপ’ গান গানই না। সেটা বোঝা গেল অনুষ্ঠান জুড়েই। ঝাড়া ৩৫ মিনিট আমদাবাদের দর্শককে আসনে বসতে দেননি। একের পর এক সুপারহিট গান গেয়ে নাচিয়ে ছেড়েছেন। মুহূর্ত এল টসের একটু আগে। মঞ্চে তখন ধোনি এবং হার্দিক পাণ্ড্যকে ডেকে নিয়েছেন সঞ্চালক।
advertisement
আইপিএলের কর্তারাও ছিলেন । ক্রিকেটারদের একপাশে অরিজিৎ ছাড়াও ছিলেন তমন্না ভাটিয়া এবং রশ্মিকা মন্দানা। পরিচয় পর্ব সারা হতেই ধোনিকে প্রণাম করলেন অরিজিৎ। ভারতের প্রাক্তন অধিনায়ক স্বাভাবিক ভাবেই অপ্রস্তুত। তিনি কোনও মতে অরিজিৎকে আটকানোর চেষ্টা করলেন। তত ক্ষণে অবশ্য কার্যসিদ্ধি হয়ে গিয়েছে।
advertisement
Arijit Singh and MS Dhoni ❤️🔥#csk #ArijitinIPL2023 #ArijitSingh pic.twitter.com/fgSKPzNfSQ
— pagal sa sawan hu (@Noor_arijitian) March 31, 2023
advertisement
সমাজমাধ্যমে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যেখানে ধোনিকে ডাগআউটে বসে অরিজিতের গানের সঙ্গে দুলতে দেখা গিয়েছে। তখন ‘শিবা, শিবা’ গানটি গাইছিলেন অরিজিৎ। অনেক ভক্ত লিখেছেন এর থেকেই বোঝা যায় ভারতবর্ষের অন্যতম সেরা গায়ক তিনি ও মহেন্দ্র সিং ধোনিকে গুরুদেব বলে মনে করেন। মাহি নিজে কিছুটা লজ্জায় পড়ে যান। আসলে অরিজিৎ মন থেকে বিশ্বাস করেন মহেন্দ্র সিং ধোনি তার থেকে অনেক বড় তারকা। অনেক বড় গর্ব ভারতের জন্য। তাই তাকে সামনে পেয়ে আবেগ সামলাতে পারেননি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2023 10:27 PM IST