Agriculture News: হাতেকলমে 'অন্নদাতার' পাঠ, ভাতের থালার পেছনের ১২০ দিনের লড়াই দেখল পড়ুয়ারা! মাঠই হল ক্লাসরুম
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Agriculture News: বীজতলা হাতে মাঠে গেলেন শিক্ষার্থীরা, সেখানে শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের দিলেন কৃষিকাজের পাঠ।
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মথুরাপুর ২ নং ব্লকের উলুবাড়িতে বীজতলা হাতে মাঠে গেলেন শিক্ষার্থীরা, সেখানে শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের দিলেন কৃষিকাজের পাঠ। এই বিষয়টিও ছাত্র-ছাত্রীরা মন দিয়ে উপভোগ করেছে। হাতেকলমে শিক্ষার পাঠ দিতে এই প্রয়াস গ্রহণ করে উলুবাড়ি বেড়মাল প্রাথমিক বিদ্যালয়। স্কুলের কাছের একটি মাঠে জড়ো হয়ে ছাত্র-ছাত্রীরা এই কাজ শুরু করে।
শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের খারিফ ও রবি শস্য, বীজতলা কীভাবে রোপণ করা হয়, কিভাবে কৃষকরা কঠোর পরিশ্রম করেন সেই বিষয়ে পড়ানো হয়। সেই জ্ঞানকে বাস্তবে প্রত্যক্ষ করার সুযোগ দিতে এই প্রয়াস গ্রহণ করে স্কুল। তাছাড়া সুন্দরবন এলাকার এই স্কুলে আসা অধিকাংশ ছাত্র-ছাত্রীদের পরিবারের বাবা-মা কৃষিকাজের সঙ্গে যুক্ত। ফলে তাদের মাটির সঙ্গে যোগাযোগ বজায় রাখতে এই প্রয়াস খুবই কাছে টেনেছে সকলের।
advertisement
আরও পড়ুন: নিজের বেতন জমিয়ে বিভিন্ন দেশে চষে বেড়াচ্ছেন ‘এই’ শিক্ষক! একাই বদলে দিচ্ছেন পরিবেশের ভবিষ্যৎ
advertisement
এই সম্পর্কে স্কুলের শিক্ষকদের দাবি, “আমরা যে ভাত খাই, তা কৃষকদের প্রায় ১২০ দিনের কঠোর পরিশ্রমের ফল। এখন ছাত্র-ছাত্রীরা নিজের চোখে বিষয়টি দেখছে এবং উপলব্ধি করছে। একই সঙ্গে তাদের হৃদয়ে কৃষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মানবোধ আরও গভীরভাবে গড়ে উঠবে।” মাঠে গিয়ে বীজতলা রোপণ করে খুবই খুশি অর্পণ বৈদ্য, প্রিয়া বৈদ্য, রূপসা অধিকারীর মত খুদে পড়ুয়ারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের মা-বাবারা যখন জমিতে বীজতলা রোপণ করতে যায় তারাও মাঠে যায় তাদের অভিভাবকদের সঙ্গে। স্কুলে এসে শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শে জমিতে গিয়ে তারা খুবই খুশি। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার জানিয়েছেন, “ছাত্র-ছাত্রীদের পাঠ্যবইয়ে বীজতলা রোপণ থেকে অঙ্কুরোদগম সব কিছু পড়ানো হয়। ছাত্র-ছাত্রীদের মাঠে নিয়ে এসে সেই বিষয়টির বাস্তব উপলব্ধি করানো হল। এর ফলে বিষয়টি তাদের মনে থাকবে চিরজীবন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 12, 2026 12:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agriculture News: হাতেকলমে 'অন্নদাতার' পাঠ, ভাতের থালার পেছনের ১২০ দিনের লড়াই দেখল পড়ুয়ারা! মাঠই হল ক্লাসরুম










