Indian Railways: অমৃত ভারত স্টেশন প্রকল্পে বদলে গেল শতাব্দী প্রাচীন সিউড়ি স্টেশন, জুটল আধুনিক রূপ! কত খরচ করল রেল, জানুন
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Indian Railways: অমৃত ভারত প্রকল্পের অধীনে বড়সড় রূপান্তর ঘটল বীরভূম জেলার সদর শহরের শতাব্দী প্রাচীন সিউড়ি রেলস্টেশনের। কোটি কোটি টাকা ব্যয়ে স্টেশনটির উন্নয়ন ও আধুনিকীকরণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের অগাস্ট মাস থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়। অমৃত ভারত প্রকল্পের তালিকায় পূর্ব রেলের গুরুত্বপূর্ণ স্টেশনগুলির মধ্যে সিউড়ি স্টেশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল।
অমৃত ভারত প্রকল্পের অধীনে বড়সড় রূপান্তর ঘটল বীরভূম জেলার সদর শহরের শতাব্দী প্রাচীন সিউড়ি রেলস্টেশনের। প্রায় আট কোটি টাকা ব্যয়ে স্টেশনটির উন্নয়ন ও আধুনিকীকরণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের অগাস্ট মাস থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়। অমৃত ভারত প্রকল্পের তালিকায় পূর্ব রেলের গুরুত্বপূর্ণ স্টেশনগুলির মধ্যে সিউড়ি স্টেশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement
advertisement
স্টেশনের বাইরে নির্মিত হয়েছে একটি সুদৃশ্য প্রবেশদ্বার, যা সিউড়ি স্টেশনের সৌন্দর্য অনেকটাই বাড়িয়েছে। Eastern Railway সূত্রে জানা গিয়েছে, এই আধুনিকীকরণের ফলে যাত্রী পরিষেবা যেমন উন্নত হবে, তেমনই সিউড়ি শহরের যোগাযোগ ব্যবস্থাও আরও মজবুত হবে। নতুন রূপে সিউড়ি স্টেশন এখন বীরভূমবাসীর কাছে গর্বের প্রতীক। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)









