Weekend Trip: হাতে দু-একদিনের ছুটিতে অনেকবার পাহাড়ে গিয়েছেন, তবে বোলপুরের 'এই' পাহাড় দেখেছেন কখনও! রইল ঠিকানা
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Weekend Trip: বোলপুর শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত 'শান্তির নীড়' এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য সবথেকে বেশি বিখ্যাত। আর এই তিনপাহাড় শান্তিনিকেতন আশ্রমের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ।
*বীরভূম,সৌভিক রায়: চলছে নতুন বছরের আমেজ। সঙ্গে বীরভূমে পড়েছে জাঁকিয়ে শীত। বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন এমনই তাপমাত্রা থাকবে বীরভূমে। আর এই সময় ভ্রমণ পিপাসু বাঙালিরা ছুটে আসেন বীরভূম ভ্রমণের জন্য। বিশেষ করে দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটক ছুটে আসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য। আর কয়েকদিন আগেই শেষ হয়েছে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। এখন বোলপুরে পর্যটকদের থিকথিকে ভিড়।
advertisement
*তবে বোলপুর এসে আপনি যদি এই জায়গাটি না দেখেন তাহলে মিস করবেন অনেক কিছু। বোলপুর শহরের মধ্যে রয়েছে তিনপাহাড়। তবে আমরা পাহাড় বলতে যেটি বুঝে থাকি তার থেকে সম্পূর্ণ আলাদা এই তিনপাহাড়। এটি একটি প্রাচীন বটগাছ যা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রোপণ করেছিলেন এবং এটি শান্তিনিকেতনের এক গুরুত্বপূর্ণ অংশ।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
*বোলপুর শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত 'শান্তির নীড়' এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য সবথেকে বেশি বিখ্যাত। আর এই তিনপাহাড় শান্তিনিকেতন আশ্রমের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি শান্তিনিকেতন আশ্রমের কাছেই অবস্থিত। এখানে এলে শান্তিনিকেতনের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির গভীর প্রভাব অনুভব করা যায়। বিশেষ করে রাত্রি বেলায় এই তিনপাহাড় সেজে ওঠে আলোর সাজে। তখন এক অন্য রূপ ধারণ করে এই তিনপাহাড়।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
*তিনপাহাড় তার প্রতিরূপের চেয়ে কম পরিচিত, তার ঐতিহাসিক গুরুত্বের জন্য স্বীকৃত। ব্রিটিশ ঔপনিবেশিক যুগে এটি একসময় একটি কৌশলগত স্থান ছিল। সময়ের সঙ্গে সঙ্গে, এটি স্বাধীনতা সংগ্রামে অবদান এবং ল্যাটেরাইট ও চিনা মাটির সমৃদ্ধ মজুদের জন্য স্বীকৃতি পেয়েছে। যদিও তিনপাহাড়ে পর্যটন এখনও শান্তিনিকেতনের মতো গতি অর্জন করতে পারেনি, তবুও এটি ঐতিহাসিক এবং প্রাকৃতিক আকর্ষণের মিশ্রণ প্রদান করে যা ধীরে ধীরে পর্যটকদের কাছে পরিচিতি অর্জন করছে।
advertisement
*তবে আপনি এখানে যাবেন কীভাবে? কলকাতা, শিয়ালদহ, অথবা হাওড়া স্টেশন থেকে যে কোনও ট্রেন ধরে আপনি পৌঁছে যেতে পারেন বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এছাড়াও আপনি সড়কপথে নিজস্ব গাড়ি করেও বোলপুর শান্তিনিকেতন আসতে পারেন। স্টেশনের বাইরে থেকে আপনি বলুন শান্তিনিকেতন আশ্রম যাবেন। তাহলেই মাত্র দশ টাকার বিনিময়ে টোটো করে আপনি পৌঁছে যেতে পারবেন এই তিনপাহাড়।







