Birbhum News:বাড়ছে ফলন, মিলছে 'সয়েল হেলথ সার্টিফিকেট', কবিগুরুর শ্রীনিকেতন শেখাচ্ছে মাটির স্বাস্থ্য পরীক্ষার উপকারিতা
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
নিজের স্বাস্থ্যের পাশাপাশি মাটির স্বাস্থ্যরও পরীক্ষা প্রয়োজন, প্রশিক্ষণ দিচ্ছে কবিগুরুর শান্তিনিকেতন
বীরভূম,সৌভিক রায়: বীরভূম লালমাটির জেলা আর এই লাল মাটি মূলত চাষের জন্য অনুকূল। বীরভূমের মাটির স্বাস্থ্য পরীক্ষা করে চাষ করার জন্য চাষিদের উৎসাহিত করছে বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অন্তর্গত বীরভূম জেলার ১৯ টি ব্লকের লক্ষাধিক চাষি বিশ্বভারতীর মৃত্তিকা বিজ্ঞান ও কৃষি রসায়ন বিভাগের দ্বারা উপকৃত। মোট ১২ টি পদ্ধতিতে মাটির ১৭ টি উপাদান উন্নতমানের যন্ত্রাংশ দিয়ে পরীক্ষা করছেন অধ্যাপক থেকে শুরু করে বিভিন্ন ভবনের পড়ুয়ারা। মিলছে ‘সয়েল হেলথ সার্টিফিকেট’।
বর্তমানে বিভিন্ন কারণে বীরভূমের মাটির উর্বরতা কমে আসছে। মূলত ধান চাষের পর অবশিষ্টাংশ পরিষ্কার করার জন্য জমিতে আগুন লাগিয়ে দিচ্ছেন চাষীরা। ফলে মাটির উর্বরতা কমে আসছে। তবে মাটির স্বাস্থ্য পরীক্ষা করে চাষ করলে ভাল ফসল উৎপাদিত হয়। মূলত এগুলিই চাষিদের বোঝাচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতন। গ্রামবাংলাকে কৃষিকাজে সমৃদ্ধ করতে বিশ্বভারতীর কাছেই শ্রীনিকেতন গড়ে তোলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
advertisement
বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর মৃত্তিকা বিজ্ঞান ও কৃষি রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক গৌতম ঘোষ জানান, “আমরা দীর্ঘ সময় ধরে চাষিদের সুবিধার কথা মাথায় রেখে মাটির স্বাস্থ্য পরীক্ষা করে চলেছি। নিজের স্বাস্থ্যের পরীক্ষা করা যেমন প্রত্যেক মানুষের প্রয়োজন, ঠিক তেমনি মাটির স্বাস্থ্য পরীক্ষা করা প্রত্যেক চাষির প্রয়োজন৷ তাতে ফলন ভাল হয় এবং মাটির স্বাস্থ্যও ভাল থাকে ৷ ল্যাবে সবরকম ব্যবস্থা আছে ৷ মোট ১২ রকম পদ্ধতিতে খুব যত্ন নিয়ে পরীক্ষা করা হয় ৷ এতে উপকৃত হচ্ছেন বহু চাষি।”
advertisement
advertisement
মাটির স্বাস্থ্য পরীক্ষায় বীরভূম জেলার চাষিদের ভরসা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শ্রীনিকেতন। জেলার ১৯ টি ব্লকের চাষিরা নিজ নিজ জমির মাটি সংগ্রহ করে পশ্চিমবঙ্গ কৃষি বিভাগের মাধ্যমে বিশ্বভারতীতে পাঠায় ৷ কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রকল্প রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অন্তর্গত ‘মাটির স্বাস্থ্য পরীক্ষা কার্ড’। জেলার লক্ষাধিক চাষিকে প্রতি বছর সেই কার্ড দেয় বিশ্বভারতীর শ্রীনিকেতন। ১২টি পদ্ধতিতে উন্নত মানের যন্ত্রাংশ দিয়ে মাটির ১৭টি উপাদান পরীক্ষা করা হয় ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Jan 09, 2026 5:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News:বাড়ছে ফলন, মিলছে 'সয়েল হেলথ সার্টিফিকেট', কবিগুরুর শ্রীনিকেতন শেখাচ্ছে মাটির স্বাস্থ্য পরীক্ষার উপকারিতা








