TRENDING:

Alipurduar News: থামছে না বৃষ্টি! বাঁধা ‌যাচ্ছেনা প্রধানমন্ত্রীর সভার বিশেষ ম‌ঞ্চ! চিন্তায় প্রশাসন

Last Updated:

জল, কাদায় ভরে রয়েছে  আলিপুরদুয়ারের মোদির সভাস্থল। মঞ্চ বাঁধার কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এদিকে আবহাওয়ায় মেঘলা ভাব থাকায় যারা সভাস্থলে আসবেন তাঁদের ছাতা নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে জেলা বিজেপি নেতৃত্বদের পক্ষ থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: জল,কাদায় ভরে রয়েছে আলিপুরদুয়ারের মোদির সভাস্থল। মঞ্চ বাঁধার কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এদিকে আবহাওয়ায় মেঘলা ভাব থাকায় যারা সভাস্থলে আসবেন তাঁদের ছাতা নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে জেলা বিজেপি নেতৃত্বদের পক্ষ থেকে। আগামী ২৯ মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা করবেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement

প্রধানমন্ত্রীর সভাস্থল মাঠে একাধিক জায়গায় জমে রয়েছে জল এবং কাদা। যুদ্ধকালীন তৎপড়তায় করা হচ্ছে মাঠ সংস্কারের কাজ। সূত্রের পাওয়া খবর অনুযায়ী মাঠের জমা জল এবং কাদা জায়গায় ফেলা হবে বালি,সুড়কি। এছাড়াও পিভার ব্লক করে মাঠের মধ্যেই করা হবে রাস্তা। রীতিমতো রাত জেগে  সভামঞ্চ এবং প্রশাসনিক মঞ্চ গড়ার কাজ চলছে। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে বেগ পেতে হচ্ছে।

advertisement

আরও পড়ুন: “আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

আরও পড়ুন: ভুটানগেটের সামনে সাজ সাজ রব! বসছে বিশাল ভারতের জাতীয় পতাকা

View More

এছাড়াও মাঠের ভেতর দুটি হ্যালিপ্যাডের স্থান করা হয়েছে। বিশেষ সূত্রের পাওয়া খবর অনুযায়ী মোট ৩ টি হেলিকপ্টার নামবে এই মাঠে। প্রতিদিন জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেটাল ডিটেক্টর দিয়ে মাঠে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি  বিজেপি সাংসদ মনোজ টিজ্ঞা সহ জেলা বিজেপির সভাপতি মিঠু দাস, কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা মাঠ পরিদর্শন করছেন পালা করে। সাংসদ মনোজ টিগ্গা জানান,”আশা করি সব ঠিক থাকবে। কাজ তো আমরা করছি।” আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বেশ কিছু দিন গোটা রাজ্যেই ঝড়,বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক ভাবেই এই বৃষ্টি নিয়ে যথেষ্টই অস্বস্তিতে পড়েছেন জেলা বিজেপির নেতৃত্বরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুষ্ঠ সমাজ গড়ার লক্ষ্যে বিজন ডাক্তারের অভিনব প্রয়াস! কর্মকাণ্ড দেখে থমকে যান পথচলতিরা
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: থামছে না বৃষ্টি! বাঁধা ‌যাচ্ছেনা প্রধানমন্ত্রীর সভার বিশেষ ম‌ঞ্চ! চিন্তায় প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল