Alipurduar News: কালচিনি চা বাগানে তুমুল বিক্ষোভ, পথ অবরোধ শ্রমিকদের! লক্ষ্য ন্যায্য বেতনের টাকা আদায়

Last Updated:

Alipurduar News: কুয়াশা ও ঠান্ডাকে উপেক্ষা করে প্রধান সড়কে বসলেন কালচিনি চা বাগানের শ্রমিকরা। এদিন কাজে না গিয়ে রাস্তায় থাকলেন তারা।বেতনের দাবিতে এই পদক্ষেপ নিলেন শ্রমিকরা।

চা শ্রমিকদের বিক্ষোভ
চা শ্রমিকদের বিক্ষোভ
কালচিনি, অনন্যা দে: কুয়াশা ও ঠান্ডাকে উপেক্ষা করে প্রধান সড়কে বসলেন কালচিনি চা বাগানের শ্রমিকরা। এদিন কাজে না গিয়ে রাস্তায় থাকলেন তারা।বেতনের দাবিতে এই পদক্ষেপ নিলেন শ্রমিকরা।
এদিন সকালে ক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে বাগান চত্বরে জমায়েত হয়ে মালিকপক্ষের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখান। এরপর তারা কালচিনি নিমতি মোড় এলাকার রাজ্য সড়ক অবরোধ করে দেন। অবরোধে ব্যাহত হয় এলাকার স্বাভাবিক যান চলাচল।
advertisement
advertisement
জানা গিয়েছে, দুটি ফোর্থ নাইটের বেতন ২২ নভেম্বর এবং ৭ ডিসেম্বরের এখনও বকেয়া। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। অভিযোগ, বাগান কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দিলেও সময়মতো বেতন দিচ্ছে না। সম্প্রতি ম্যানেজমেন্ট নোটিশ জারি করে জানায় ১১ ডিসেম্বরের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়া হবে। কিন্তু প্রতিশ্রুতির পর ১২ ডিসেম্বরেও বেতন না মেলায় ক্ষোভ চরমে ওঠে শ্রমিকদের মধ্যে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শ্রমিকদের অভিযোগ, প্রতিবার শুধু তারিখের পর তারিখ দেওয়া হয়। বাড়ির বাজার, স্কুলের খরচ সবই থমকে আছে। বাধ্য হয়েই রাস্তায় নামতে হল তাঁদের। স্থানীয়দের মতে, ডুয়ার্সের বেশিরভাগ চা বাগানেই গত কয়েক বছরে আর্থিক সংকট ও মজুরি সমস্যা প্রকট হয়েছে। কালচিনি চা বাগানেও সেই সমস্যা দীর্ঘদিন ধরে চলছেই। বারবার প্রতিশ্রুতি মিললেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ তীব্র হচ্ছে শ্রমিকদের মধ্যে। অবরোধ প্রত্যাহার ও বকেয়া বেতন পরিশোধে মালিকপক্ষ কী ব্যবস্থা নেবে, এখন সেদিকেই তাকিয়ে হাজারও শ্রমিক পরিবার। সামান্য বেতনে সংসার চালানো মানুষগুলো মালিকপক্ষের সিদ্ধান্তের দিকে তাকিয়ে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: কালচিনি চা বাগানে তুমুল বিক্ষোভ, পথ অবরোধ শ্রমিকদের! লক্ষ্য ন্যায্য বেতনের টাকা আদায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতায় ফের পারদপতন ! শীতের আমেজ রাজ্যের সর্বত্র, জারি কুয়াশার সতর্কতা
কলকাতায় ফের পারদপতন ! শীতের আমেজ রাজ্যের সর্বত্র, জারি কুয়াশার সতর্কতা
  • কলকাতায় ফের পারদপতন !

  • শীতের আমেজ রাজ্যের সর্বত্র

  • জারি কুয়াশার সতর্কতা

VIEW MORE
advertisement
advertisement