Indian Railways: ভারতীয় রেলে এবার রোবটিক টেকনোলজি! হাত লাগাবে বিশেষ কাজে, যাত্রী সুরক্ষা বেড়ে যাবে কয়েকগুণ

Last Updated:

Indian Railways: জলের নিচে থাকা সেতুগুলির অংশ কেমন অবস্থায় রয়েছে, তা জানতে এবার রোবোটিক টেকনোলজি ব্যবহার করবে রেল।

+
রেল

রেল সেতু

আলিপুরদুয়ার, অনন্যা দে: বন্যা পরিস্থিতির পর রেল সেতুগুলি কেমন রয়েছে তা দেখার ব্যবস্থা গ্রহণ করছে উত্তর-পূর্ব রেলের আলিপুরদুয়ার ডিভিশন। সারা বছরই রেলের ইঞ্জিনিয়ররা খেয়াল রাখেন সেতুগুলির৷ কিন্তু এই রক্ষণাবেক্ষণের পুরোটাই হয় জলের উপরে থাকা সেতুর অংশে৷ জলের নিচে থাকা সেতুগুলির অংশ কেমন অবস্থায় রয়েছে, তা জানতে এবার রোবটিক টেকনোলজি ব্যবহার করবে রেল।
কাজকে আরও সহজ করার উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার প্রযুক্তির সাহায্যে পরীক্ষা করা হবে যেকোনও সেতুর জলের নিচে থাকা অংশ৷ এর জন্য ব্যবহার করা হবে আন্ডারওয়াটার রবোট ড্রোন৷ ইতিমধ্যেই সেই কাজ শুরুও হয়ে গিয়েছে৷
advertisement
advertisement
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং জানান, “বাইরে থেকে ইন্সপেকশন করে যেগুলি বোঝা যায় না, সেতুর সেই অংশগুলি রোবট দিয়ে নজরদারি করা হচ্ছে৷ রোবটের মাধ্যমে জলের তলায় সেতুর ছবি তোলা হচ্ছে৷ তারপর সেগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এই সেতুগুলির মধ্যে ১৮টি সেতু রয়েছে আলিপুরদুয়ার ডিভিশনে৷ এই সেতুগুলি নিয়মিত পরীক্ষা করেন রেলের ইঞ্জিনিয়ররা৷ যে নদীগুলিতে জল কম থাকে, সেগুলি সেই সময় পর্যবেক্ষণ করা হয়৷ তবে কিছু নদীতে গভীর জল থাকে সারা বছর৷ ওই নদীগুলিতে থাকা সেতুর জলের তলার অংশে নজরদারি চালানো সম্ভব হয় না৷ যদিও যাত্রী সুরক্ষার জন্য সেতুর ওই অংশগুলিতেও নজরদারি চালানো জরুরি৷ সেই কারণেই রোবট ব্যবহার করে নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Railways: ভারতীয় রেলে এবার রোবটিক টেকনোলজি! হাত লাগাবে বিশেষ কাজে, যাত্রী সুরক্ষা বেড়ে যাবে কয়েকগুণ
Next Article
advertisement
Naushad Siddiqui Replies to Abhishek Banerjee: '৩১-এ ৩১ দিবাস্বপ্ন', ভাঙড় নিয়ে অভিষেককে জবাব দিলেন নওশাদ! দক্ষিণ চব্বিশ পরগণা নিয়েও তৃণমূলকে হুঁশিয়ারি
'৩১-এ ৩১ দিবাস্বপ্ন', ভাঙড় নিয়ে অভিষেককে জবাব নওশাদের!দক্ষিণ ২৪ পরগণা নিয়েও হুঁশিয়ারি
  • ভাঙড়ে জিততে মরিয়া অভিষেক৷

  • দক্ষিণ চব্বিশ পরগণায় ৩১-এ ৩১ করার টার্গেট৷

  • তৃণমূল শীর্ষ নেতাকে জবাব দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷

VIEW MORE
advertisement
advertisement