Alipurduar News: জমি নিয়ে পারিবারিক অশান্তির জের! তলোয়ার দিয়ে দাদা ও ভাইপোকে এলোপাথাড়ি কোপ, পলাতক অভিযুক্ত ভাই

Last Updated:

Alipurduar News: জমি নিয়ে পারিবারিক অশান্তির জের। ভাইয়ের তলোয়ারের কোপে রক্তাক্ত দাদা ও দাদার ছেলে। ভাইপোর হাতের চার আঙুল কেটে দিল কাকা। দাদার মাথাতেও কোপ বসালো উন্মত্ত ভাই। আলিপুদুয়ারের বীরপাড়ার ঘটনায় চাঞ্চল্য।

আলিপুরদুয়ার হাসপাতাল
আলিপুরদুয়ার হাসপাতাল
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: জমি নিয়ে পারিবারিক অশান্তির জের। রক্তাক্ত দাদা ও দাদার ছেলে। অশান্তির মাঝে তলোয়ারের এলোপাথাড়ি কোপ। ভাইপোর হাতের চার আঙুল কেটে দিল কাকা। দাদার মাথাতেও কোপ বসালো উন্মত্ত ভাই। বৃহস্পতিবার আলিপুদুয়ার জেলার বীরপাড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য।
জমি সংক্রান্ত বিবাদের জেরে হাসপাতালে বাবা-ছেলে। অশান্তির সূত্রপাত বুধবার রাতে। জমি নিয়ে কথা কাটাকাটির মাঝে দাদার মাথায় সজোরে ঘুষি মারেন ভাই। ভাইকে আটকাতে তার মুখ চেপে ধরেন দাদা। এমন সময়ে দাদার হাতের একটি আঙুল কামড়ে ছিঁড়ে নেয় ভাই।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে মরাঘাটে একপাল বুনো হাতির তাণ্ডব! লন্ডভন্ড গোটা এলাকা, বিভীষিকাময় অভিজ্ঞতা, দেখুন কী অবস্থা হয়েছে
সেই রাতের মতো অশান্তি চেপে গেলেও পরের দিন তলোয়ার হাতে দাদা বাড়ি চড়াও হয় ভাই। তলোয়ারের কোপে ভাইপোর ডান হাতের চারটে আঙুল কেটে ফেললেন কাকা। ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের ভাইয়ের হাতে তলোয়ারের আঘাত ফেলেন দাদা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের প্রথম নিরাপত্তা বেষ্টনী! লেপার্ড ঠেকাতে সুন্দরবনের মডেলে নাইলন ফেন্সিং ও ট্র্যাপ ক্যামেরা, শ্রমিক মহল্লায় উচ্ছ্বাস
মাথায় চোট লেগেছে। জনকে গুরুতর জখম অবস্থায় আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার বিচার চেয়ে থানার দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আহত বাবা ও ছেলে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ভাই পলাতক।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: জমি নিয়ে পারিবারিক অশান্তির জের! তলোয়ার দিয়ে দাদা ও ভাইপোকে এলোপাথাড়ি কোপ, পলাতক অভিযুক্ত ভাই
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement