Alipurduar News: রেডিমেডের আমলেও ঝপাঝপ বিক্রি! শীত পড়তেই ভিনরাজ্য থেকে হ্যামিল্টনগঞ্জে হাজির ধুনুরিরা, জয়গাঁ-কালচিনি থেকেও আসে অর্ডার
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar News: আলি সাকুর নামের এক ধুনুরি জানান, "আমাদের তৈরি লেপ, তোষক এই এলাকার মানুষেরা পছন্দ করেন। শীতের আগে এই এলাকার মানুষেরা আমাদের ফোন করেন। আমরাও চলে আসি।"
হামিল্টনগঞ্জ, অনন্যা দেঃ শীত পড়তেই হ্যামিল্টনগঞ্জের মাঠগুলিতে দেখা যায় তুলো, কাপড়ের পাহাড়। সকাল থেকে দুপুর পর্যন্ত এই তুলো, কাপড়কে একসঙ্গে করে লেপ, তোষক তৈরি করেন ধুনুরিরা। এই ধুনুরিরা স্থানীয় নন, বিহার, উত্তরপ্রদেশ রাজ্যের বিভিন্ন জেলা থেকে তাঁরা আসেন।
শীতের আমেজ শুরু হতেই এই ধুনুরিরা ব্যাগ গুছিয়ে চলে আসেন হ্যামিল্টনগঞ্জ এলাকায়। এই এলাকাতেই ৩ মাস থাকেন। জানা যায়, তাঁদের কাছে শুধু হ্যামিল্টনগঞ্জ এলাকার মানুষেরা নন, জয়গাঁ, কালচিনি, মাদারিহাট থেকেও লেপ, তোষক তৈরির বরাত আসে। এই ধুনুরিদের কেউ ২০ বছর, কেউ আবার ৩০ বছর ধরে এই এলাকায় আসছেন। হ্যামিল্টনগঞ্জবাসীদের কাছে তাঁরা অত্যন্ত পরিচিত।
advertisement
আরও পড়ুনঃ একরত্তির মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ! হাসপাতালে ঢুকে ডাক্তারকে হেনস্থা পরিজনদের, আতঙ্কিত চিকিৎসকরা তুললেন বড় দাবি
আলি সাকুর নামের এক ধুনুরি জানান, “আমাদের তৈরি লেপ, তোষক এই এলাকার মানুষেরা পছন্দ করেন। শীতের আগে এই এলাকার মানুষেরা আমাদের ফোন করেন। আমরাও চলে আসি।” ধুনুরিদের কথায়, রেডিমেড শীতের কম্বল, লেপ বাজারে পাওয়া যাচ্ছে। কিন্তু এই এলাকায় রেডিমেড জিনিসের সঙ্গে তাঁদের প্রতিযোগিতা নেই। এখানে তাঁদের ব্যবসা সঠিকভাবেই এগোয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই শীতের সময় অনেক বিয়ের অনুষ্ঠান থাকে। সেখানে লেপ, তোষক দেওয়ার নিয়ম রয়েছে। সেই মাফিক বরাত আসতেই থাকে। বিহার, উত্তরপ্রদেশ মিলিয়ে এই এলাকায় ২০ জন ধুনুরি আসেন। তাঁরা এখানেই ঘর ভাড়া করে থাকেন। ৪-৫ জন ধুনুরি একটি লেপ অথবা তোষক তৈরি করেন। ফেব্রুয়ারি, মার্চ মাসে তাঁরা আবার নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
December 12, 2025 3:11 PM IST









