South 24 Parganas News: একরত্তির মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ! হাসপাতালে ঢুকে ডাক্তারকে হেনস্থা পরিজনদের, আতঙ্কিত চিকিৎসকরা তুললেন বড় দাবি

Last Updated:

South 24 Parganas News: অভিযোগ, কর্তব্যরত চিকিৎসককে হেনস্থা করা হয়েছে। চিকিৎসককে বাঁচাতে গিয়ে আহত হন দুই জন মেল নার্স, এক মহিলা নার্স ও অস্থায়ী কর্মীরা। ঘটনার পর আতঙ্কিত ডাক্তাররা হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন।

আক্রান্ত চিকিৎসক
আক্রান্ত চিকিৎসক
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, মথুরাপুরঃ রোগী মৃত্যুকে কেন্দ্র করে মথুরাপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়াল। এই ঘটনায় আতঙ্কিত চিকিৎসকরা হাসপাতাল চত্বরে আউটপোস্ট চাইছেন। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের ভিতর ঢুকে চিকিৎসককে দীর্ঘক্ষণ ধরে হেনস্থার পাশাপাশি মারধরের অভিযোগ রোগীর আত্মীয়-স্বজনের বিরুদ্ধে। প্রতিবাদে প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে রোগী দেখা বন্ধ ছিল। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
মথুরাপুর এক নম্বর ব্লকের ঘোড়াদল নিবাসী ১ বছরের এক শিশুকে সর্দি, জ্বর ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে মথুরাপুর ব্লক হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজনেরা। শারীরিক অবস্থার অবনতি দেখে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ভর্তির প্রায় আধ ঘণ্টা পর শিশুর মৃত্যু হলে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয় বাড়ির লোক।
advertisement
আরও পড়ুনঃ সুন্দরবনকে ব্র্যান্ড ‘সুন্দরবন’ বানাতে উদ্যোগী হল রাজ্য সরকার! শীতে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ, আরও কাছ থেকে চিনুন ম্যানগ্রোভ বনকে
এরপর কর্তব্যরত চিকিৎসককে হেনস্থা করা হয়। চিকিৎসককে বাঁচাতে গিয়ে আহত হন দুই জন মেল নার্স, এক মহিলা নার্স ও অস্থায়ী কর্মীরা। এরপর বেশ কিছুক্ষণ কর্মবিরতিতে যান চিকিৎসকরা। ঘটনার পর আতঙ্কিত ডাক্তাররা হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন। মথুরাপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সম্পূর্ণ ঘটনার কথা সিএমওইএইচকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএমওএইচ বেনীমাধব মাঝি। এই ঘটনায় আতঙ্কিত রোগী থেকে কর্তব্যরত চিকিৎসক সকলেই। যদিও মথুরাপুর থানার পক্ষ থেকে হাসপাতাল চত্বরে নিরাপত্তা বৃদ্ধির দাবি করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: একরত্তির মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ! হাসপাতালে ঢুকে ডাক্তারকে হেনস্থা পরিজনদের, আতঙ্কিত চিকিৎসকরা তুললেন বড় দাবি
Next Article
advertisement
Shivraj Patil: প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল! মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর, ২৬/১১-ই ছিল জীবনের বিতর্কিত অধ্যায়
প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল! মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর
  • প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল

  • মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর৷

  • কংগ্রেস আমলে ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন

VIEW MORE
advertisement
advertisement