Alipurduar News: ভুটানগেটের সামনে সাজ সাজ রব! বসছে বিশাল ভারতের জাতীয় পতাকা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
জয়গাঁ শহরের অন্যতম আকর্ষণ কেন্দ্র ভুটান গেট। তবে এবারে আরও একটি আকর্ষণীয় কেন্দ্র যোগ হতে চলেছে জয়গাঁ শহরের সঙ্গে। এসএসবি চৌকির সামনে ১৩৯ ফুট লম্বা ভারতের জাতীয় পতাকা বসতে চলেছে।
অনন্যা দে, আলিপুরদুয়ার: জয়গাঁ শহরের অন্যতম আকর্ষণ কেন্দ্র ভুটান গেট। তবে এবারে আরও একটি আকর্ষণীয় কেন্দ্র যোগ হতে চলেছে জয়গাঁ শহরের সঙ্গে। এসএসবি চৌকির সামনে ১৩৯ ফুট লম্বা ভারতের জাতীয় পতাকা বসতে চলেছে। ভুটান গেটের সামনে এই জাতীয় পতাকা বসার পর স্থানটি আরও আকর্ষণীয় হবে বলে দাবি জয়গাঁ দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জু খাতুনের। এই সৌন্দর্যায়নের কাজটি জয়গাঁ ২ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হবে। টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। জানা গিয়েছে সাড়ে ১০ লক্ষ টাকা ব্যয়ে এই কাজটি হবে। জয়গাঁ শহরে ভুটান গেটের সামনে এসে ফটো তোলেন না এমন মানুষ খুব কম পাওয়া যায়। ফটো তোলার আগে প্রাচীন এই গেটটিকে দূর থেকে দেখতেই ব্যস্ত হয়ে পড়েন পর্যটকরা। এবারে এই গেটের সামনে জাতীয় পতাকা বসলে সৌন্দর্য আরও দ্বিগুণ হবে।
আরও পর্যটক জয়গাঁতে বেড়াতে আসবেন বলে দাবি প্রধানের। জয়গাঁ ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জু খাতুনের কাছ থেকে জানা গিয়েছে, জয়গাঁ এলাকার উন্নতি সাধনের কাজ চলছে। জয়গাঁ শহর ঝাঁ চকচকে রাখা হচ্ছে। জয়গাঁর পর্যটন বিকশিত করা অন্যতম দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের বলে মনে করেন তিনি। পর্যটনের প্রসারের জন্য নানান পরিকল্পনা নেওয়া হচ্ছে।ভুটান গেটের সামনে জাতীয় পতাকা বসবে, এটি একটি পরিকল্পনার বাস্তবায়ন হবে। জয়গাঁ ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জু খাতুন জানান, “এই কাজটি আমরা দ্রুত শেষ করতে চাইছি। ১৫ দিনের মধ্যে কাজ শুরু হলে ২-৩ মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আমরা আরও কাজ করব পর্যটন নিয়ে।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 23, 2025 9:21 PM IST
