SIR in West Bengal: কলকাতা থেকে জেলা, এসআইআর-এর খসড়া তালিকায় কোন বিধানসভায় বাদ যেতে পারে কত নাম? শীর্ষে দুই চব্বিশ পরগণা

Last Updated:

সীমান্তবর্তী দুই জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা মিলিয়েই প্রায় ১৬ লক্ষ নাম বাদ যেতে পারে৷

এসআইআর-এ কোন বিধানসভায় কত নাম বাদ?
এসআইআর-এ কোন বিধানসভায় কত নাম বাদ?
এসআইআর-এর খসড়া তালিকায় রাজ্যের বহু বিধানসভা কেন্দ্র থেকেই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যেতে চলেছে৷ কোনও কোনও কেন্দ্রে তো বাদ যাওয়া ভোটারের সংখ্যা ৭০ হাজারও ছাড়িয়ে গিয়েছে৷ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর এমনই তথ্য উঠে আসছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর৷
এই বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্র৷ কমিশনের কাছে জমা পড়া তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে বাদ যেতে পারে ৪৪ হাজার ৭৮৭টি নাম৷ আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রাম থেকে বাদ যেতে পারে ১০৫৯৯টি নাম৷
এর পাশাপাশি আর যে যে বিধানসভা কেন্দ্রগুলি থেকে বিপুল সংখ্যক নাম বাদ যেতে পারে তাঁর মধ্যে অন্যতম কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দর৷ এই কেন্দ্র থেকে ৬৩,৭৩০টি নাম বাদ যেতে পারে বলে কমিশন সূত্রে খবর৷ বালিগঞ্জ কেন্দ্রে ৬৫,১৭১ এবং রাসবিহারী কেন্দ্রে ৪২,৫১৯টি নাম বাদ যেতে পারে৷
advertisement
advertisement
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে চৌরঙ্গীতে ৭৪,৫৫৩, জোড়াসাঁকোতে ৭২,৯০০ নাম বাদ যেতে পারে৷ কলকাতার অন্যান্য বিধানসভাগুলিতেও বাদ যাওয়া ভোটারের সংখ্যা গড়ে চল্লিশ হাজারের উপরে৷
উত্তরবঙ্গের ক্ষেত্রে ডাবগ্রাম-ফুলবাড়িতে ৩৮,৩৯৫, শিলিগুড়িতে ৩১,১৮১, মালদহের ইংরেজবাজারে ২৩,৯৫৬ নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে৷
কলকাতা লাগোয়া বিধাননগর এবং রাজারহাট গোপালপুর কেন্দ্রে যথাক্রমে ৪৪,৯০৬ এবং ৪৭,৬০৪ জনের নাম বাদ যেতে পারে৷ সীমান্তবর্তী দুই জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা মিলিয়েই প্রায় ১৬ লক্ষ নাম বাদ যেতে পারে৷ উত্তর চব্বিশ পরগণা জেলার মধ্যে যে ৩২টি বিধানসভা রয়েছে, সেখান থেকেই সম্মিলিত ভাবে ৭ লক্ষ ৯২ হাজার নাম বাদ যেতে পারে৷ দক্ষিণ চব্বিশ পরগণা জেলা জুড়ে বাদ যেতে পারে ৮ লক্ষ ১৬ হাজারেরও বেশি নাম৷ সীমান্তবর্তী অন্যান্য জেলাগুলিতে অবশ্য খসড়া তালিকা বাদ যাওয়া নামের সংখ্যা এত নয়৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটারদের মৃত্যু, অন্যত্র চলে যাওয়া, খুঁজে না পাওয়া কারণে সবমিলিয়ে খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ যেতে চলেছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR in West Bengal: কলকাতা থেকে জেলা, এসআইআর-এর খসড়া তালিকায় কোন বিধানসভায় বাদ যেতে পারে কত নাম? শীর্ষে দুই চব্বিশ পরগণা
Next Article
advertisement
Purba Bardhaman News: আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
  • ভারতীয় ধূসর নেকড়ে বিলুপ্তির পথে এগোলেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় তার দেখা মিলেছে। দিল্লিতে দেখা পাওয়ার পর এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে নেকড়ের স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বন দফতর। দুর্গাপুরের পরে আউশগ্রাম জঙ্গলেও লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, যাতে নেকড়ের গতিবিধি, সংখ্যা ও আচরণ নিরীক্ষণ করা যায়।

VIEW MORE
advertisement
advertisement