Howrah News: শীতে মন ভাল করতে চলে আসুন হাওড়া জেলার বেনাপুর চরে! মন ভাল করার সেরা ঠিকানা

Last Updated:
West Bengal news: প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হাওড়ার সেরা স্থান গুলির একটি রূপ নারায়ণ তীরবর্তী বেনাপুর! বেনাপুর নদীর চরে রীতিমত মানুষের ঢল নামছে প্রতিদিন। শনিবার রবিবার ও ছুটির দিন গুলিতে আরও বেশি ভিড়।
1/7
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হাওড়ার সেরা স্থান গুলির একটি রূপ নারায়ণ তীরবর্তী বেনাপুর! বেনাপুর নদীর চরে রীতিমত মানুষের ঢল নামছে প্রতিদিন। শনিবার রবিবার ও ছুটির দিন গুলিতে আরও বেশি ভিড়। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হাওড়ার সেরা স্থান গুলির একটি রূপ নারায়ণ তীরবর্তী বেনাপুর! বেনাপুর নদীর চরে রীতিমত মানুষের ঢল নামছে প্রতিদিন। শনিবার রবিবার ও ছুটির দিন গুলিতে আরও বেশি ভিড়। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/7
এই স্থানে একবার হাজির হলে বার বার ছুটে আসতে মন চাইবে। হাওড়া ও মেদিনীপুর দুই জেলার যুবক যুবতীদের ভিড় বেশি এখানে। এখানে সময় কাটানোর আদর্শ, দুপুর থেকে কয়েক ঘণ্টা। সারা দিনে এই সময় সব থেকে বেশি ভিড় থাকে।
এই স্থানে একবার হাজির হলে বার বার ছুটে আসতে মন চাইবে। হাওড়া ও মেদিনীপুর দুই জেলার যুবক যুবতীদের ভিড় বেশি এখানে। এখানে সময় কাটানোর আদর্শ, দুপুর থেকে কয়েক ঘণ্টা। সারা দিনে এই সময় সব থেকে বেশি ভিড় থাকে।
advertisement
3/7
একদিকে হাওয়ায় দুলছে নদীর জল। নদীর জলে সূর্য রশ্মি পড়ে চিক চিক করছে। নদীর জলে শুকনো পাতার মত ভেসে বেড়াচ্ছে নৌকা। এ এক অনন্য দৃশ্য, নদীর পশ্চিম পাড়ে মেদিনীপুর আর পূর্বপারে হাওড়ার শেষ প্রান্ত বেনাপুর গ্রাম।
একদিকে হাওয়ায় দুলছে নদীর জল। নদীর জলে সূর্য রশ্মি পড়ে চিক চিক করছে। নদীর জলে শুকনো পাতার মত ভেসে বেড়াচ্ছে নৌকা। এ এক অনন্য দৃশ্য, নদীর পশ্চিম পাড়ে মেদিনীপুর আর পূর্বপারে হাওড়ার শেষ প্রান্ত বেনাপুর গ্রাম।
advertisement
4/7
বাগনান বেনাপুর মানুষের আকর্ষণের মূল কারণ সৌন্দর্যে মোড়া নদীর চর। সবুজের মলাটে মোড়া চর, তার মাঝে দাঁড়িয়ে রয়েছে বাবলা গাছ। সৌন্দর্য চাক্ষুষ করতে এবং শুদ্ধ বাতাসের টানেই অসংখ্য মানুষ এখানে হাজির হচ্ছে প্রতিদিন।
বাগনান বেনাপুর মানুষের আকর্ষণের মূল কারণ সৌন্দর্যে মোড়া নদীর চর। সবুজের মলাটে মোড়া চর, তার মাঝে দাঁড়িয়ে রয়েছে বাবলা গাছ। সৌন্দর্য চাক্ষুষ করতে এবং শুদ্ধ বাতাসের টানেই অসংখ্য মানুষ এখানে হাজির হচ্ছে প্রতিদিন।
advertisement
5/7
নদীর চর দেখলে মনে হবে ঠিক যেন সযত্নে কৃত্রিম কার্পেট বেছান কোনও স্থান। সমগ্র চর জুড়ে সবুজ তৃণভূমি। শীতে রোদ ঝলমলে দিনে, নীল আকাশের নিচে এই সবুজ চর হয়ে ওঠে আরও মায়াবী। এমন মায়াবী দৃশ্য যা দারুন ভাবে আকর্ষণ করে প্রকৃতিপ্রেমীর মন।
নদীর চর দেখলে মনে হবে ঠিক যেন সযত্নে কৃত্রিম কার্পেট বেছান কোনও স্থান। সমগ্র চর জুড়ে সবুজ তৃণভূমি। শীতে রোদ ঝলমলে দিনে, নীল আকাশের নিচে এই সবুজ চর হয়ে ওঠে আরও মায়াবী। এমন মায়াবী দৃশ্য যা দারুন ভাবে আকর্ষণ করে প্রকৃতিপ্রেমীর মন।
advertisement
6/7
 চরে পৌঁছনের আগেই চোখে পড়বে সুন্দর একটি নির্ভেজাল গ্রামের দৃশ্য। এই স্থানে অল্প সময়েই মন ভাল করবে প্রকৃতিপ্রেমী মানুষের। এই বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটার ও ফটোগ্রাফারদের দারুণ ভিড়।
চরে পৌঁছনের আগেই চোখে পড়বে সুন্দর একটি নির্ভেজাল গ্রামের দৃশ্য। এই স্থানে অল্প সময়েই মন ভাল করবে প্রকৃতিপ্রেমী মানুষের। এই বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটার ও ফটোগ্রাফারদের দারুণ ভিড়।
advertisement
7/7
এখানে পৌঁছতে সহজ যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সড়ক পথে বাগানান পৌঁছে অথবা বাগনান রেল স্টেশন থেকে নেমে কয়েক মিনিটে অটো-টোটো চরে পৌঁছান যায় গন্তব্যে। শীতের আগে থেকে বর্ষার আগে পর্যন্ত মানুষের আনাগোনা থাকে। যত দিন গড়াচ্ছে তত বেশি মানুষের সঙ্গে পরিচিতি হচ্ছে এই স্থানের, ফলে দিন দিন বেনাপুর চরে ভিড় বাড়ছে মানুষের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
এখানে পৌঁছতে সহজ যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সড়ক পথে বাগানান পৌঁছে অথবা বাগনান রেল স্টেশন থেকে নেমে কয়েক মিনিটে অটো-টোটো চরে পৌঁছান যায় গন্তব্যে। শীতের আগে থেকে বর্ষার আগে পর্যন্ত মানুষের আনাগোনা থাকে। যত দিন গড়াচ্ছে তত বেশি মানুষের সঙ্গে পরিচিতি হচ্ছে এই স্থানের, ফলে দিন দিন বেনাপুর চরে ভিড় বাড়ছে মানুষের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement