পশ্চিম বর্ধমান জেলার অন্যতম শহর আসানসোল। শহরটি মূলত কয়লা ও ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। জনশ্রুতি, একসময় এই শহর গড়ে উঠেছিল আসান গাছের নাম অনুসারে। রয়েছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাইথন ড্যাম। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর হচ্ছে শিল্পাঞ্চল শহর। দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকে রয়েছে শাল - পেয়ালের ঘন গড়জঙ্গল ও দেউল থিম পার্ক।

Kolkata Metro: ব্যহত ব্লু লাইনে মেট্রো পরিষেবা৷ নেতাজী ভবন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা৷






ধর্মতলা থেকে চাইলে আপনি বাসে করেও আসতে পারবেন এই পশ্চিম বর্ধমানের। এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে প্রতিদিনই সরকারি এবং বেসরকারি বাস চলে।
হাওড়া থেকে ট্রেনে করে মাত্র চার ঘন্টা রাস্তা আসানসোল এবং দুর্গাপুর।