Kali Puja 2025: বাংলার বুকে একটুকরো প্যারিস! এবার জেলাতেই গড়ে উঠছে মস্ত ডিজনিল্যান্ড, দেখতে হলে কোথায় আসতে হবে ঝটপট জেনে নিন

Last Updated:

Kali Puja 2025: ডিজনিল্যান্ড দেখতে এবার প্যারিস ছুটতে হবে না। প্যারিসের ডিজনিল্যান্ডের স্বাদ নিতে পারবেন জেলায় বসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আসানসোলের নাকরাসোতা জনকল্যাণ সমিতির এবারের কালীপুজোর থিমে একটুকরো প্যারিসের ছোঁয়া। ৩০ লক্ষ টাকা বাজেটে গড়া হচ্ছে মণ্ডপ।

+
ডিজনিল্যান্ড

ডিজনিল্যান্ড থিমের কালী পুজো

আসানসোল, পশ্চিম মেদিনীপুর, রিন্টু পাঁজা: বিদেশ যেতে আমাদের সবারই একরকম ইচ্ছা করে। ডেস্টিনেশন যদি প্যারিস হয় তাহলে বিষয়টা বেশ ভালই জমে যায়। তবে এবার আপনাকে খরচ করে লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্যারিস যেতে হবে না। প্যারিসের ডিজনিল্যান্ড এবার বাংলার এই জেলাতেই পেয়ে যাবেন। একটু অবাক হলেন তাই না? হ্যাঁ, ঠিকই শুনেছেন প্যারিসের ডিজনিল্যান্ডের স্বাদ নিতে পারবেন জেলায় বসে।
প্যারিসে রয়েছে সুসজ্জিত ডিজনিল্যান্ড। যা দেখতে প্রত্যেকদিনই বিভিন্ন দেশের বহু পর্যটক ভিড় জমান সেখানে। বিশেষ করে এই ডিজনিল্যান্ডে কার্টুনের বিভিন্ন চরিত্রে দেখা যায়। যা বাচ্চা থেকে শুরু করে বড়দেরও একরকম মনোরঞ্জন দেয়। স্বাভাবিকভাবেই এই ডিজনিল্যান্ড সকলেরই জনপ্রিয় একটি জায়গা। এবার সেই ডিজনিল্যান্ডের স্বাদ পাবেন আসানসোলে বসেই।
আরও পড়ুনঃ জঙ্গল থেকে কীভাবে শ্মশানঘাটে দেবীর আবির্ভাব? পুরুলিয়ার শাঁকড়া গ্রামে পাঁচশো বছর ধরে হচ্ছে শ্মশানকালীর পুজো
বার্নপুর নাগরাসোতা জনকল্যাণ সমিতির অন্যতম সদস্য সৌরভ ডিপ্রেসর জানিয়েছেন, ‘এ বছর আমরা প্রথম থিমের পুজো করছি। এই ডিজেনিল্যান্ড থিমটি এর আগে একবার কলকাতা হয়েছিল। এবার আসানসোলে হচ্ছে। আশা করি সকলের ভাল লাগবে। বিশেষ করে বাচ্চাদের বেশি মনোরঞ্জন যোগাবে বলে আমরা অনেকটাই আশাবাদী’।
advertisement
advertisement
আসানসোল মহকুমার অন্তর্গত বার্নপুরের নিউ টাউন এলাকায় রয়েছে নাকরাসোতা জনকল্যাণ সমিতি। এবারে তারা ১১’তম বর্ষে পদার্পণ করল। আসানসোল মহকুমার মধ্যে বিগ বাজেটের পুজো এটি। প্রায় ৩০ লক্ষ টাকা বাজেটে ফুটিয়ে তোলা হচ্ছে প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে কালীপুজোর মণ্ডপ। মেদিনীপুর থেকে সুদক্ষ মিস্ত্রি নিয়ে এসে এই মণ্ডপ ফুটিয়ে তোলা হচ্ছে। সমগ্র মণ্ডপটি তৈরিতে উপকরণ হিসেবে লাগছে বাঁশ, প্লাই। সেই সঙ্গে ফোমের বিভিন্ন কারুকার্য রং-সহ বিভিন্ন উপকরণ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এই পুজোর থিম। পাশাপাশি প্রতিমাতেও চমক থাকছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দর্শনার্থীদের আরও মনোরঞ্জন করতে চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা দিয়ে পুরো মণ্ডপটি সাজানো হবে এবং মণ্ডপের বাইরেও থাকবে বিভিন্ন রকম আলোকসজ্জা। তাই এবারের কালী পুজোর মণ্ডপ বাচ্চা থেকে শুরু করে সকলের মনোরঞ্জন যোগাবে বলে অনেকটাই আশাবাদী এই পুজো কমিটির উদ্যোক্তা। পুজোর কয়েকটা দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। তাই এবারের কালীপুজোতে আপনি এই থিমের পুজো না দেখলে মিস করবেন অনেক বড় জিনিস।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: বাংলার বুকে একটুকরো প্যারিস! এবার জেলাতেই গড়ে উঠছে মস্ত ডিজনিল্যান্ড, দেখতে হলে কোথায় আসতে হবে ঝটপট জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement