West Bardhaman News: এই প্রদীপ বাড়িতে জ্বালালেই সকলের চোখ আটকে যাবে, কী এমন আছে? খোঁজ মিলল এই জেলায় 

Last Updated:
West Bardhaman News: চায়ের মাটির ভাঁড় এর উপরে কলকা নকশা তৈরি করে তাঁর উপরে মাটির প্রদীপ বসানো হয়েছে। দেখতে অপূর্ব লাগছে যা অন্য রকমের সৌন্দর্য ফুটে উঠেছে।
1/6
দোরগোড়ায় কড়া নাড়ছে দীপাবলি। দোকান গুলিতে শুরু হয়েছে কেনাকাটা, চলছে বাড়ি পরিষ্কার থেকে শুরু করে বাড়ি সাজানো আরও অনেক কিছু। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
দোরগোড়ায় কড়া নাড়ছে দীপাবলি। দোকান গুলিতে শুরু হয়েছে কেনাকাটা, চলছে বাড়ি পরিষ্কার থেকে শুরু করে বাড়ি সাজানো আরও অনেক কিছু। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
advertisement
2/6
তবে এই দীপাবলিতে অনেকেই পছন্দ করেন বাড়িকে যদি একটু অন্য রকমের আলোকসজ্জা দিয়ে সাজানো যায় তাহলে বেশ ভাল লাগে। তাই অনেকে পছন্দ করেন এলইডি লাইট, কেউ মোমবাতি আবার কেউ হরেক রকমের প্রদীপ। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
তবে এই দীপাবলিতে অনেকেই পছন্দ করেন বাড়িকে যদি একটু অন্য রকমের আলোকসজ্জা দিয়ে সাজানো যায় তাহলে বেশ ভাল লাগে। তাই অনেকে পছন্দ করেন এলইডি লাইট, কেউ মোমবাতি আবার কেউ হরেক রকমের প্রদীপ। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
advertisement
3/6
ইতিমধ্যেই আসানসোল শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে গিয়েছে আলোকসজ্জা বাহারি জিনিস। বিশেষ করে এলইডি লাইট থেকে শুরু করে মাটির প্রদীপ। তবে আলাদা ধরণের প্রদীপগুলি বাড়িতে নিয়ে গিয়ে জ্বালালে আপনার বাড়ির আলোর মধ্যে সেজে উঠবে এক অন্যরকম সৌন্দর্য। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
ইতিমধ্যেই আসানসোল শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে গিয়েছে আলোকসজ্জা বাহারি জিনিস। বিশেষ করে এলইডি লাইট থেকে শুরু করে মাটির প্রদীপ। তবে আলাদা ধরণের প্রদীপগুলি বাড়িতে নিয়ে গিয়ে জ্বালালে আপনার বাড়ির আলোর মধ্যে সেজে উঠবে এক অন্যরকম সৌন্দর্য। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
advertisement
4/6
যার ফলে একটু বাড়তি সৌন্দর্যে ভরপুর হয়ে উঠবে আপনার বাড়ি। যারা একটু আলাদা ধরণের প্রদীপ খুঁজতে থাকেন তাঁদের জন্য বাড়তি আকর্ষণ যোগাবে এই প্রদীপ। এবার সেই রকমই প্রদীপের সন্ধান মিললো আসানসোলে। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
যার ফলে একটু বাড়তি সৌন্দর্যে ভরপুর হয়ে উঠবে আপনার বাড়ি। যারা একটু আলাদা ধরণের প্রদীপ খুঁজতে থাকেন তাঁদের জন্য বাড়তি আকর্ষণ যোগাবে এই প্রদীপ। এবার সেই রকমই প্রদীপের সন্ধান মিলল আসানসোলে। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
advertisement
5/6
বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিকে তুলে ধরতে এক অভিনব প্রদীপ তৈরি করলেন আসানসোলের পৌলমী চ্যাটার্জী। চায়ের মাটির ভাঁড় এর উপরে কলকা নকশা তৈরি করে তাঁর উপরে মাটির প্রদীপ বসানো হয়েছে। দেখতে অপূর্ব লাগছে যা অন্য রকমের সৌন্দর্য ফুটে উঠেছে। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
বাংলা-সহ দেশের বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিকে তুলে ধরতে এক অভিনব প্রদীপ তৈরি করলেন আসানসোলের পৌলমী চ্যাটার্জী। চায়ের মাটির ভাঁড় এর উপরে কলকা নকশা তৈরি করে তাঁর উপরে মাটির প্রদীপ বসানো হয়েছে। দেখতে অপূর্ব লাগছে যা অন্য রকমের সৌন্দর্য ফুটে উঠেছে। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
advertisement
6/6
চাইলে আপনিও নিতে পারেন এই প্রদীপ গুলো আপনাকে আসতে হবে আসানসোল রেল পার এর ডিপোপাড়া কালী মন্দিরের কাছে। পৌলমী চ্যাটার্জী জানিয়েছেন “ দীপাবলি সমগ্র জায়গাতেই উদযাপন করা হয়। তাই আমি শুধু বাংলা নয়। দেশের বিভিন্ন রাজ্যের পোশাক, সাজ সজ্জা ফুটিয়ে তুলেছি এই প্রদীপ এর উপরে”। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
চাইলে আপনিও নিতে পারেন এই প্রদীপ গুলো, তবে আপনাকে আসতে হবে আসানসোল রেল পার এর ডিপোপাড়া কালীমন্দিরের কাছে। পৌলমী চ্যাটার্জী জানিয়েছেন , 'দীপাবলি সমগ্র জায়গাতেই উদযাপন করা হয়। তাই আমি শুধু বাংলা নয়। দেশের বিভিন্ন রাজ্যের পোশাক, সাজসজ্জা ফুটিয়ে তুলেছি এই প্রদীপ এর উপরে'। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
advertisement
advertisement
advertisement