Das Mahavidya Puja: শুধু কালী নন, হয় দশ মহাবিদ্যার পুজোও! আসানসোলের 'এই' মন্দিরে দুটি ধূপকাঠি দিলেই...! জানুন অজানা কাহিনী

Last Updated:

কালী, তারা, ষড়সী, বগলামুখী, ভুবনেশ্বরী, ভৈরবী সহ আরও দেবীর মূর্তি। সেখানে বছরের অন্যান্য দিন নিত্য পুজো হয়।

+
মা

মা কালী 

আসানসোল, রিন্টু পাঁজা: শারদ উৎসবের পরে চলে এল দীপাবলি। এই আলোর উৎসবে মন্দির, বাড়ি সেজে উঠবে বিভিন্ন আলো দিয়ে। চারিদিকে প্রদীপ মোমবাতির আলোয় এক আলাদা পরিবেশের সৃষ্টি হবে। তবে এই দীপাবলিতে বিভিন্ন মন্দিরে বিভিন্ন উপাচারে পুজো হয়ে থাকে। কোথাও শুধু মা কালীর পুজো হয়, আবার কোথাও মা কালীর সঙ্গে অন্যান্য দেবীর পুজো হয়। সেই রকমই দেখা গেল আসানসোলে।
এখানে দীপান্বিতা অমাবস্যায় শুধু মা কালী পূজিতা হন না, সঙ্গে আরও দশমহাবিদ্যা পূজিত হয়ে থাকে। এই পুজোকে কেন্দ্র করে গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রাম এবং অন্যান্য জায়গা থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। স্বাভাবিকভাবেই এই জাগ্রত মন্দিরে সকলের মনস্কামনা পূর্ণ করেন মা কালী। তাই অনেকেই আসেন এমনটাই বিশ্বাস ভক্তদের। স্থানীয় বাসিন্দা অচিন্ত পাত্র বলেন, “আজ থেকে প্রায় ৫০ বছর আগে পুরুলিয়া থেকে দু’জন ব্রাহ্মণ সন্তান চাকরি সূত্রে এই মিঠানি গ্রামে এসেছিলেন। সে সময় উনারা এই গ্রামের লোকজনদের জানিয়েছিলেন গ্রামে একটা মন্দির তৈরি করার। এর পরে গ্রামের ১০ জন একত্রিত হয়ে এই মন্দিরে পুজো শুরু হয়, যা আজও হয়ে আসছে”।
advertisement
advertisement
পশ্চিম বর্ধমানের আসানসোলের মিঠানি অনেক পুরনো ও প্রসিদ্ধ গ্রাম। এই মিঠানি গ্রামে গেলে আপনি দেখতে পাবেন দশমহাবিদ্যার মন্দির। গ্রামে প্রবেশের মুখেই এখানে জাগ্রত দেবীর মন্দির রয়েছে। মন্দিরে ঢুকেই মধ্যে রয়েছেন মা কালী। উনার বাম এবং ডান পাশে রয়েছে দশ মহাবিদ্যার শিলা মূর্তি। কালী, তারা, ষড়সী, বগলামুখী, ভুবনেশ্বরী, ভৈরবী সহ আরও দেবীর মূর্তি। সেখানে বছরের অন্যান্য দিন নিত্য পুজো হয়। তবে কালীপুজোর রাত্রে এখানে মা কালীর পুজোর পাশাপাশি দশ মহাবিদ্যার পুজো হয়। যজ্ঞের আয়োজন করা হয়। মাকে দেওয়া হয় বিশেষ খিচুড়ি, পরামান্য, বিভিন্ন ফল মিষ্টান্ন দিয়ে ভোগ। জাগ্রত এই মন্দিরে সকলের মনস্কামনা পূর্ণ হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মন্দিরের পুরোহিত জানিয়েছেন, অনেক সময় গ্রামের কেউ দুর্ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকলে তার মঙ্গল কামনায় এখানে মায়ের কাছে দুটো ধূপকাঠি নিয়ে এসে প্রার্থনা জানালে মা কালীর কৃপায় সে ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে ওঠে, এমনটাই ভক্তদের বিশ্বাস। তাই এই বিশ্বাস ও ভক্তিকে কেন্দ্র করে দীপাবলিতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে মন্দিরে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Das Mahavidya Puja: শুধু কালী নন, হয় দশ মহাবিদ্যার পুজোও! আসানসোলের 'এই' মন্দিরে দুটি ধূপকাঠি দিলেই...! জানুন অজানা কাহিনী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement