Kali Puja 2025 : কালীপুজোয় এই মন্দিরে ১০৮ প্রদীপের আরতি না দেখলে বড় মিস করবেন! পুজো শেষে ভোগ খেয়ে বাড়ি ফিরুন
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
Kali Puja 2025 : আসানসোলের ঘাগরবুড়ি মন্দিরে দীপাবলীতে ৫০০টির বেশি প্রদীপ জ্বালানো হয় এবং ১০৮ দীপ জ্বালানো আরতি করা হয়। দেওয়া হয় বিশেষ ভোগ।
advertisement
advertisement
advertisement
advertisement
মন্দিরের চতুর্দিকে সবুজ গাছে প্রাকৃতিক মনোরম পরিবেশে ঘেরা। দীপাবলীর ছুটিতে এই মন্দিরে আসলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এবং আপনি নিষ্ঠার সঙ্গে পুজো দিতে পারবেন।<span style="color: currentcolor;">মন্দিরে তিনটি শিলা মূর্তি রয়েছে। মধ্যে আছেন মা ঘাঘর বুড়ি। বাম পাশে আছেন মা অন্নপূর্ণা এবং ডান পাশে পঞ্চানন মহাদেব। কালীপুজোর রাত্রে এখানে বিশেষ উপাচারে পুজো হয়। মন্দিরের পুরোহিত সিদ্ধার্থ চক্রবর্তী জানিয়েছেন, দীপাবলীতে ৫০০টির বেশি প্রদীপ জ্বালানো হয় এবং ১০৮ দীপ জ্বালানো আরতি করা হয়। দেওয়া হয় বিশেষ ভোগ খিঁচুড়ি, অন্ন, বিভিন্ন রকমের ভাজা, মিষ্টান্ন, পরামান্ন সহযোগে ভোগ দেওয়া হয়। <strong>(ছবি ও তথ্য রিন্টু পাঁজা)</strong></span>