Dhanteras 2025: ধনতেরসের বাজার কাঁপাচ্ছে কেয়েম্বাটোর রুপোর সামগ্রী! সাধ্যের মধ্যে সাধপূরণ, কোথায় পাবেন?

Last Updated:

Dhanteras 2025: ধনতেরসের বাজারে মধ্যবিত্তের মাথায় হাত, সোনার দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী। সোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে রুপোলী ধাতুও। ধনতেরাস এলে আর্থিকভাবে যে যেখানেই অবস্থান করুক নিজ নিজ সামর্থ্য অনুসারে সোনা- রুপোর গয়না কেনার চল রয়েছে দীর্ঘ দিনের।

+
কোয়েম্বাটোরের

কোয়েম্বাটোরের রুপোর আইটেমস

দুর্গাপুর, দীপিকা সরকার: ধনতেরসের বাজারে মধ্যবিত্তের মাথায় হাত, সোনার দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী। সোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে রুপোলী ধাতুও। ধনতেরাস এলে আর্থিকভাবে যে যেখানেই অবস্থান করুক নিজ নিজ সামর্থ্য অনুসারে সোনা- রুপোর গয়না কেনার চল রয়েছে দীর্ঘ দিনের। কারণ ধনতেরসে সোনা রুপো সৌভাগ্য এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসে বলে মানা হয়।
এই অগ্নিমূল্যের বাজারে দুর্গাপুর শিল্পাঞ্চলে বেনাচিতি বাজারে সকলের সাধ্যের মধ্যেই মিলছে  হলমার্ক সোনা সহ রুপোর গয়না। এবার এই ধনতেরাসের বাজার মাতাচ্ছে কোয়েম্বাটোরের নজরকারা রুপোর আইটেমস। সোনার দাম যে হারে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছে তাতে সোনা ক্রয় করা সাধারণ মানুষের পক্ষে দুঃসাধ্য হয়ে উঠেছে। তাই ধনতেরসে কোয়েম্বাটোরের রুপোর এই আইটেমগুলি কিনেই নিয়ম রক্ষা করতে পারছেন সব শ্রেণীর মানুষ।
advertisement
advertisement
এখানে রয়েছে রাম মন্দির থেকে রাজস্থানের খাটু শ্যাম মন্দির, কৃষ্ণ, লক্ষ্মী-নারায়ন, গনেশ, বজরঙ্গবলী, শিব-সহ নানান দেবদেবীর মূর্তি। এগুলির দাম শুরু হচ্ছে মাত্র হাজার টাকা থেকে।এছাড়াও মাত্র ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে রুপোর কয়েন। চমকের কিন্তু এখানেই শেষ নয়, জানলে অবাক হবেন, ঊর্ধ্বমুখী এই স্বর্ণমূল্যের বাজারে মাত্র ২ হাজার টাকাতেও পাওয়া যাচ্ছে হলমার্কের সোনার গয়না। তাই সোনা রুপোর আকাশছোঁয়া মূল্য বৃদ্ধিতে যারা সোনার রুপো কিনতে পিছিয়ে পড়ছিলেন তারা অনায়াসেই এই ধনতেরসে ঘরে নিয়ে যেতে পারবেন সোনালি এবং রুপলি ধাতু। বিশেষত কোয়েম্বাটোরের এই রুপোর দেবদেবীর মূর্তি বাজারে আসায় স্বস্তি পেয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণীর মানুষও। কিন্তু কোথায় গেলে পাবেন এই অভিনব আইটেম গুলি? জেনে নিন।
advertisement
দুর্গাপুরের বেনাচিতি বাজারের বহু পুরনো গনেশ জুয়েলার্সে মিলছে রুপোর জিনিস ৪০০ টাকা থেকে এবং ২২ ক্যারাট হলমার্কের সোনার জিনিস পেয়ে যাবেন মাত্র ২ হাজার টাকায়। এছাড়াও প্রতিটি দোকানেই নিজ নিজ সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন ধনতেরস স্পেশাল খাঁটি সোনা-রুপোর গয়নার দুর্দান্ত কালেকশন। দুর্গাপুর বেনাচিতি বাজারের স্বর্ণ ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, সোনার দাম বর্তমানে রেকর্ড উচ্চতায় রয়েছে। গত বছরের থেকে ৫০ শতাংশ মূল্য বৃদ্ধি হয়েছে। স্বর্ণের এই আকাশছোঁয়া মূল্য বৃদ্ধির বাজারে বৃহস্পতিবার  ২২ ক্যারেটের সোনার গয়নার দাম ছিল প্রতি ১ গ্রাম ১২ হাজার ২১০ টাকা। ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম ছিল ১ লক্ষ ২২ হাজার ১০০ টাকা৷ ২৪ ক্যারেট সোনার দাম আরও ১০ হাজার টাকার বেশি রয়েছে।
advertisement
পাল্লা দিয়ে রুপোর দাম কেজি প্রতি প্রায় ২ লক্ষ টাকা হয়েছে। ব্যবসায়ীদের দাবি, ধনতেরসের আগে সোনার দাম আকাশছোঁয়া হওয়ায় চিন্তিত ক্রেতারা। বিশ্ববাজারে মার্কিন-চিন বাণিজ্য উত্তেজনা, সুদের হার কমানোর সম্ভাবনা এবং কোম্পানিগুলি বন্ধ হওয়ার মত নানান কারণে সোনার দাম বেড়েছে। তবে এই পরিস্থিতিতেও দুর্গাপুরের বেনাচিতি বাজারে ক্রেতাদের নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে না। কারণ ধনতেরাস এর আগে সকল ক্রেতাদের সাধ্যের মধ্যেই বাজারে হাজির হয়েছে কোয়েম্বাটোর সহ ভিন রাজ্যের সোনা রুপোর নানান অভিনব আইটেম।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dhanteras 2025: ধনতেরসের বাজার কাঁপাচ্ছে কেয়েম্বাটোর রুপোর সামগ্রী! সাধ্যের মধ্যে সাধপূরণ, কোথায় পাবেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
  • সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং

  • রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে?

  • কলকাতায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে

VIEW MORE
advertisement
advertisement