advertisement
বাংলা খবর » TAG » Rohit Sharma

রোহিত শর্মা খবর

রোহিত শর্মা: জীবন, সাফল্য, কেরিয়ার এক ঝলকে!

 

পুরো নাম

রোহিত গুরুনাথ শর্মা

 

জন্ম

৩০ এপ্রিল ১৯৮৭

 

উচ্চতা

৫ ফুট ১০ ইঞ্চি  (১.৭৮ মিটার)

 

জাতীয়তা

ভারতীয়

 

ক্রীড়াবিদ

ডানহাতি ব্যাটার, ডানহাতি অফ ব্রেক বোলার

 

পরিবার

 

পিতা: গুরুনাথ শর্মা

 

মা: পূর্ণিমা শর্মা

 

স্ত্রী: রিতিকা সাজদেহ

 

সন্তান: ‌সামাইরা শর্মা

 

অভিষেক

 

রোহিত শর্মা হলেন একজন ভারতীয় ক্রিকেটার। ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ আইসিসি অনূর্ধ্ব-১৯ খেলেন তিনি। ২০০৭ সালে ২০ বছর বয়সে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় রোহিতের। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে খেলেন তিনি। ২০০৭ সালে অনুষ্ঠিত আন্তঃ রাজ্য টি২০ প্রতিযোগিতায় মুম্বই দলের হয়ে খেলেছিলেন রোহিত শর্মা। 

 

উত্থান

 

২০০৫ সালে দেওধর ট্রফিতে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে অভিষেক হয় রোহিতের। একই টুর্নামেন্টে উদয়পুরে উত্তর অঞ্চলের বিরুদ্ধে ১২৩ বলে অপরাজিত ১৪২ রান করেন তিনি। এর পর আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পান রোহিত শর্মা। ২০০৬ সালে ডারউইনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম-শ্রেণীর ম্যাচে ভারতের A-তে এবং ২০০৬-০৭ সালে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তাঁর। অজিত আগরকর অবসর নেওয়ার পর ২০১৩-১৪ সালে মুম্বই দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয় রোহিতকে। ২০১৩ সালে কলকাতার ইডেন গার্ডেনে টেস্ট অভিষেক হয় রোহিত শর্মার। অভিষেক ম্যাচে ১৭৭ রান করেন তিনি।

 

বিরাট কোহলি অধিনায়ক থাকাকালীন ২০১৭ সাল থেকেই তাঁকে সহ-অধিনায়কের পদ দেওয়া হয়। ২০২২ সালে বিরাট কোহলির অবসরের পর রোহিত শর্মাকে ভারতীয় দলে অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়। 

 

ক্লাব ক্রিকেট

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড় হলেন রোহিত শর্মা। ২০০৮ সালেই আইপিএলে অভিষেক হয় রোহিতের। তিনি ডেকান চার্জাস হায়দরাবাদের হয়ে কেরিয়ার শুরু করেন। পরবর্তী নিলামে মুম্বই ইন্ডিয়ান্স রোহিতকে ২ মিলিয়ন ডলারের বিনিময়ে দলে নেন। অধিনায়ক হিসেবে মুম্বইয়ের থেকে তিনি ৫ বার আইপিএল ট্রফি হাতে নেন। রোহিত শর্মা ব্যক্তিগতভাবে ৪ হাজারের বেশি রান করেছেন এবং বিরাট কোহলি ও সুরেশ রায়নার পরে তিনিই হলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বাইশ গজের দুনিয়ায় রোহিত শর্মার বিবিধ সাফল্য তাঁকে করে তুলেছে ভারতীয় ক্রিকেট দলের এক গুরুত্বপূর্ণ মুখ।

 

ব্যক্তিগত জীবন

 

রোহিত শর্মা জন্মগ্রহণ করেন মহারাষ্ট্রের নাগপুরের বনসোদে। রোহিতের বাবা-মা ডোম্বিভলিতে একটি ঘরের বাড়িতে থাকতেন এবং একটি ট্রান্সপোর্ট ফার্ম স্টোর হাউসের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন রোহিতের বাবা। রোহিতের একটি ছোট ভাই আছে, যাঁর নাম বিশাল শর্মা। রোহিত শর্মা রিতিকা সাজদেহের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১৫ সালে।

 

রেকর্ড

 

ওয়ান ডে ম্যাচে সর্বোচ্চ ইন্ডিভিজুয়াল স্কোর হল ২৬৪।

 

ওয়ান ডে ম্যাচে তিনটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র খেলোয়াড় হলেন রোহিত শর্মা।

 

ক্রিকেটের সব ফরম্যাটে সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার।

 

সিঙ্গল আইসিসি বিশ্বকাপে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি।

 

পুরস্কার

 

২০১৫ সালে রোহিত শর্মা  পেয়েছেন ‘অর্জুন অ্যাওয়ার্ড’।

 

ICC ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এ সর্বাধিক রান করার জন্য গোল্ডেন ব্যাট পুরস্কার পেয়েছেন তিনি।

 

২০২০ সালে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, রাজীব গান্ধি খেল রত্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় রোহিত শর্মাকে।

 

আরো দেখুন …

সব খবর

advertisement
advertisement