ক্রিকেটে অসামান্য অবদান! পদ্মশ্রীতে ভূষিত করা হচ্ছে রোহিত শর্মা এবং হরমনপ্রীতকে!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ক্রিকেট বিশ্বে তিনি পরিচিত হিটম্যান নামে। এবার সেই হিটম্যান রোহিত শর্মাকেই অনন্য সম্মান পদ্মশ্রীতে ভূষিত করতে চলেছে ভারত সরকার। এছাড়াও, আগামিকাল গণতন্ত্র দিবসের দিন ক্রিকেটে অনবদ্য অবদানের জন্য রোহিতের পাশাপাশি বিশ্বকাপে মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউরকেও সম্মানিত করা হবে।
ক্রিকেট বিশ্বে তিনি পরিচিত হিটম্যান নামে। এবার সেই হিটম্যান রোহিত শর্মাকেই অনন্য সম্মান পদ্মশ্রীতে ভূষিত করতে চলেছে ভারত সরকার। এছাড়াও, আগামিকাল গণতন্ত্র দিবসের দিন ক্রিকেটে অনবদ্য অবদানের জন্য রোহিতের পাশাপাশি বিশ্বকাপে মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউরকেও সম্মানিত করা হবে।
প্রসঙ্গত, এর আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে সাম্মানিক ডক্টরেট দিয়েছিল অজিঙ্কা ডি ওয়াই পাটিল বিশ্ববিদ্যালয় । গত শনিবার মুম্বইয়ে এই বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন হয়। ওই দিনই রোহিতকে ডি লিট দেওয়া হয়। চলতি সপ্তাহের শুরুতেই এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবার সমাবর্তনের মূল আকর্ষণ ছিলেন রোহিত। সেখানেই তাঁকে ডি লিট দেওয়ার কথা ঘোষণা করা হয়। এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ক্রিকেটে ব্যতিক্রমী অবদান এবং আদর্শ নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই রোহিতকে ডি লিট দেওয়া হচ্ছে। এই সম্মান গ্রহণ করতে রাজি হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি শনিবার এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ছিলেন এবং সম্মান গ্রহণ করেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 25, 2026 6:47 PM IST











