দরকার মাত্র ৪১ রান, রোহিত-কোহলিকে টপকে যাবেন সূর্যকুমার, বড় রেকর্ডের হাতছানি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs NZ 4th T20: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে। সিরিজের ভাগ্য ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে, ভারত ৩-০ লিডে এগিয়ে রয়েছে।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে। সিরিজের ভাগ্য ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে, ভারত ৩-০ লিডে এগিয়ে রয়েছে। তবুও এই ম্যাচে ভারতীয় দল ক্লিন সুইপের লক্ষ্য আরও এক ধাপ এগোতে চাইছে ভারত, আর নিউজিল্যান্ড তাদের মর্যাদা রক্ষার চেষ্টা করবে।
advertisement
ভারতীয় দল ‘SKYball’ কৌশল চালিয়ে যাওয়ার সম্ভাবনা রাখছে। এটি মূলত আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতির অংশ। ভারত এই ম্যাচকে দলগত সংযোজন ও কৌশল যাচাই করার সুযোগ হিসেবে দেখছে। অন্যদিকে, নিউজিল্যান্ড আগের ম্যাচে সব বিভাগে পিছিয়ে পড়ার পরে এবার আরও শক্তিশালী পারফরম্যান্স দিতে চাইবে।
advertisement
সূর্যকুমার যাদব বিশেষভাবে নজর কেড়েছেন এই সিরিজে। তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৩,০০০ রান পূর্ণ করতে আর মাত্র ৪১ রান দূরে। ১০২ ম্যাচে ২,৯৫৯ রান করেছেন, গড় ৩৬.৯৮ এবং স্ট্রাইক রেট ১৬৫.০৩। তার ঝুলিতে রয়েছে ৪টি শতরান ও ২৩টি অর্ধশতরান। ভারতীয়দের মধ্যে শুধুমাত্র রোহিত শর্মা ও বিরাট কোহলিই এই মাইলফলক অতিক্রম করেছেন।
advertisement
এই সিরিজে সূর্যকুমার দুর্দান্ত ফর্মে রয়েছে। তিনটি ইনিংসে ১৭১ রান সংগ্রহ করে, স্ট্রাইক রেট ২০১.১৭। তার সাবলীল কবজির কাজ, ফ্লিক, ড্রাইভ ও সুইপ আবারও দর্শকদের মুগ্ধ করছে। যদি আগামী দুই ম্যাচে তিনি ৪১ রান পূর্ণ করতে পারেন, তবে তিনি দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটার হবেন ৩,০০০ রান স্পর্শ করার ক্ষেত্রে।
advertisement









