৬ মাস ভারতের হয়ে খেলতে যাবে না কোহলি-রোহিতকে! কারণটা কী? জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli And Rohit Sharma May Not Play For Team India For Six Months: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজের শেষ ম্যাচে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি আলোচনা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজের শেষ ম্যাচে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি আলোচনা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে। এই দুই তারকা ক্রিকেটার এখন শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলেন। দীর্ঘ বিরতির পর আবার ওয়ানডে ক্রিকেটে নামায় তাঁদের ব্যাটিং দেখার জন্য মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। তাই ইনদওরে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচটি রোহিত-বিরাটের ভক্তদের কাছে আলাদা গুরুত্ব পাচ্ছে।
advertisement
চলতি বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। এর মধ্যে দুটি ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এখন সিরিজের শেষ ম্যাচের অপেক্ষা। এই সিরিজের পর ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ায়, এই সিরিজে তাঁদের দেখা যাবে না।
advertisement
নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর রোহিত ও বিরাটকে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। প্রায় ছয় মাস তাঁরা মাঠের বাইরে থাকতে পারেন। জানা যাচ্ছে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল শেষ হওয়ার পরেই তাঁরা আবার ভারতের হয়ে খেলতে পারেন। ফলে ভক্তদের জন্য অপেক্ষাটা আরও দীর্ঘ হতে চলেছে।
advertisement
advertisement
আফগানিস্তান সিরিজের পর জুলাই মাসে ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাবে, সেখানেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে। এরপর সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফরের পরিকল্পনা রয়েছে। এছাড়া অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ড সফরও রয়েছে। সব মিলিয়ে, ওয়ানডে ক্রিকেটে রোহিত-বিরাট জুটিকে আবার দেখার সুযোগ ভবিষ্যতে থাকলেও, ইন্দোরের ম্যাচটি তাঁদের ভক্তদের জন্য বিশেষ স্মরণীয় হয়ে থাকতে পারে।






