Rohit Sharma: এবার কি ওডিআই থেকে অবসর নেবেন রোহিত? নিউজিল্যান্ড সিরিজের পর উঠে গেল প্রশ্ন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎ, বিশেষ করে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
প্রথমবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ হারতে হয়েছে ভারতীয় দলকে। এই অপ্রত্যাশিত হার ক্রিকেট মহলে বড় আলোচনার জন্ম দিয়েছে। সিরিজে ভারত ১–২ ব্যবধানে পরাজিত হয়। এই ফলাফলের পর দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎ, বিশেষ করে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এই সিরিজে রোহিত শর্মার পারফরম্যান্স ছিল হতাশাজনক। তিনটি ম্যাচে তিনি মোট মাত্র ৬১ রান করেন। তাঁর গড় ছিল ২০.৩৩ এবং সর্বোচ্চ রান ছিল ২৬। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আন্তর্জাতিক ক্রিকেটে সেপ্টেম্বর মাসে ফেরার পর এই প্রথমবার তিনি একটি পুরো ওয়ানডে সিরিজে একটিও হাফ-সেঞ্চুরি করতে পারেননি। এর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ভালো ফর্মে ছিলেন।
advertisement
এই পরিস্থিতিতে প্রাক্তন নিউজিল্যান্ডের পেস বোলার সাইমন ডুল রোহিতের মানসিক প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। ডুলের মতে, ২০২৭ সালের বিশ্বকাপ এখনো অনেক দূরে এবং প্রশ্ন হলো—রোহিতের মধ্যে কি এখনো সেই লড়াই করার ক্ষুধা আছে? তিনি মনে করেন, একজন অভিজ্ঞ খেলোয়াড়ের ক্ষেত্রে এই মানসিক দিকটি খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীও এই মতের সঙ্গে একমত। তাঁর কথায়, খেলোয়াড় কতটা ক্ষুধার্ত, সেটাই আসল বিষয়। যখন একজন ক্রিকেটার অনেক কিছু অর্জন করে ফেলেন, তখন নিজেকে আবার নতুন করে প্রমাণ করার ইচ্ছা ধরে রাখা কঠিন হয়ে যায়। সেই কারণেই রোহিতের মানসিক প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে।
advertisement
আরও পড়ুনঃ Virat Kohli: দল হারলেও কোহলির ব্যাটে জোড়া বিশ্বরেকর্ড, সচিনের আরও একটি রেকর্ড ভাঙলেন বিরাট
২০২৭ বিশ্বকাপের সময় রোহিত শর্মার বয়স হবে ৪০ বছর। এই বয়সে খুব কম ক্রিকেটারই বড় মঞ্চে সফল হয়েছেন। এছাড়া আগামী দিনে রোহিত খুব কম ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাবেন। অন্য খেলোয়াড়রা টি২০ বিশ্বকাপ ও ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত থাকবেন, আর রোহিত মূলত আইপিএলে খেলবেন। তাই সামনে তাঁর ফর্ম ও প্রস্তুতি কীভাবে থাকে, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 2:28 PM IST









