advertisement
বাংলা খবর » TAG » Ravindra Jadeja

রবীন্দ্র জাদেজা খবর

রবীন্দ্র জাদেজা: জীবন, সাফল্য, কেরিয়ার এক ঝলকে!

পুরো নাম

রবীন্দ্র সিংহ অনিরুদ্ধ সিংহ জাদেজা

জন্ম

৬ ডিসেম্বর, ১৯৮৮

উচ্চতা

৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)

জাতীয়তা

ভারতীয়

ক্রীড়াবিদ

অল রাউন্ডার, স্লো লেফট আর্ম অর্থোডক্স এবং বামহাতি ব্যাটসম্যান

পরিবার

পিতা: অনিরুদ্ধ সিংহ জাদেজা

মা: লতা জাদেজা

স্ত্রী: রিবা সোলাঙ্কি

কেরিয়ারের সূচনা

রবীন্দ্র সিংহ অনিরুদ্ধ সিংহ জাদেজা হলেন একজন ভারতীয় ক্রিকেটার, যাঁর ক্রীড়া জীবন শুরু হয়েছিল ২০০৫ সালে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের সাথে। ৬ ডিসেম্বর, ১৯৮৮ সালে তাঁর জন্ম। জীবনের প্রথম বড় টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্সের পর তাকে ২০০৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুযোগ দেওয়া হয় এবং সেখান থেকেই তাঁর খ্যাতি শুরু হয়। তাঁকে ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সহ-অধিনায়ক নিযুক্ত করা হয় এবং সেখানে ভারতের জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  

খেলার প্রেক্ষাপট

২০০৬-২০০৭ সালে দলীপ ট্রফিতে পশ্চিম অঞ্চল দলের হয়ে এবং রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে ফার্স্ট-ক্লাস ক্রিকেটে জাদেজার অভিষেক হয়। ২০১২ সালে জাদেজা প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে ফার্স্ট-ক্লাস ক্রিকেটে তিনটি ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। এই তালিকায় সার্বিকভাবে তিনি অষ্টম স্থানে রয়েছেন।

অভিষেক

জাদেজা ২০০৮-০৯ রঞ্জি ট্রফিতে অলরাউন্ড হিসেবে ৪২টি উইকেট নিয়েছিলেন এবং ৭৩৯ রান করেছিলেন। তার এই দুর্দান্ত পারফরমেন্সের কারণে তিনি নির্বাচকদের নজরে আসেন। এই সিরিজের শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেন রবীন্দ্র জাদেজা ওরফে খেলার মাঠের পরিচিত নাম জাড্ডু। এই ম্যাচে তিনি ৬০ রান করেন। ওয়ান ডে ম্যাচে অভিষেকের পর খুব সহজেই তিনি টি২০ ক্রিকেটে সুযোগ পেয়ে যান।   

উত্থান

২০০৯ টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে জাদেজার ধীর গতির ব্যাটিং-এর জন্য তাঁকে নিয়ে অনেকেই সমালোচনা করে। এর পর ২০১২-১৩ সালের রঞ্জি ট্রফিতে মাত্র ৪টি ম্যাচে তিনি ২টি ট্রিপল সেঞ্চুরি মারেন। এর পরেই ট্র্যাকে ফিরে আসে জাদেজার ক্যারিয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে জাদেজা নাগপুড়ে প্রথম টেস্ট খেলেন। এই ম্যাচে তিনি ৭০ অভার বল করে ১১৭ রান দিয়ে ৩টি উইকেট নিজের খাতায় লিখে নেন। 

চোট-আঘাত

প্রত্যেক খেলোয়াড়ের মতো জাদেজাকেও ছোট-বড় আঘাতের সম্মুখীন হতে হয়। চোটের কারণে ২০২২ সালের বেশ কয়েকটি আইপিএল ম্যাচ খেলতে পারেননি। তবে প্রত্যেকবারই চোট আঘাত কাটিয়ে জাদেজা ব্যাট-বল হাতে মাঠে নেমেছেন। 

ক্লাব ক্রিকেট

আইপিএল-এর ইতিহাসে রবীন্দ্র জাদেজা একটি বড় নাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামেন। সেই বছর শেন ওয়ার্নের নেতৃত্বে রাজস্থান জয়ী হয় এবং জাদেজাকে ‘সুপারস্টার ইন দ্য মেকিং’ খেতাব দেওয়া হয়। 

চুক্তিগত অনিয়মের কারণে নিষেধাজ্ঞার ২০১০ সালে তাকে আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়। এর পর ২০১১ সালে কোচি টাস্কার্স কেরালা তাকে ৯.৫ লক্ষ ডলারের বিনিময়ে দলে নেয়। ২০১২ সালের আইপিএল নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে জাদেজাকে ২ মিলিয়ন ডলার দিয়ে নিজের দলে নেয় চেন্নাই সুপার কিংস। চেন্নাই দলের ২ বছরের ব্যান চলাকালীন তিনি গুজরাত লায়নসের হয়ে খেলেন এবং ২০১৮ সালে পুনরায় চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাঠে নামেন।

আরো দেখুন …

সব খবর

advertisement
advertisement