Rivaba Jadeja : শৈশবে ফিরলেন জাদেজার স্ত্রী রিভাবা! স্কুলে অতিথি হয়ে যান, বাচ্চাদের সঙ্গে নেমে পড়েন মাঠে

Last Updated:

Rivaba Jadeja- নিজের শৈশবের স্মৃতি রোমন্থন করলেন ছোটদের সঙ্গে! ভারতের জনপ্রিয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার মতোই তাঁর স্ত্রী রিভাবা জাদেজাও এখন ক্রীড়াক্ষেত্রে নিজের দক্ষতা প্রদর্শন করছেন।

News18
News18
জামনগর: রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা প্রচারের আড়ালেই থাকতে ভালবাসেন বরাবর। তবে তিনি রাজনীতিবিদ। ফলে কখনও কখনও তিনি না চাইলেও প্রচারের আলো এসে পড়ে তাঁর উপর। এবার যেমন দেশজ খেলাধুলায় মেতে উঠলেন তিনি। আর সেই সময় তাঁর কিছু ছবি ও ভিডিও ভাইরাল হল।
নিজের শৈশবের স্মৃতি রোমন্থন করলেন ছোটদের সঙ্গে! ভারতের জনপ্রিয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার মতোই তাঁর স্ত্রী রিভাবা জাদেজাও এখন ক্রীড়াক্ষেত্রে নিজের দক্ষতা প্রদর্শন করছেন। সম্প্রতি জামনগরের একটি স্কুলে অনুষ্ঠিত স্কুল স্পোর্টস ফেস্টিভ্যালে রিভাবা দেশজ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। আর একইসঙ্গে নিজের শৈশবের স্মৃতি তরতাজা করেন।
তিনি শুধু খেলায় অংশ নেননি, বরং ছাত্রছাত্রীদের উদ্দেশে একটি বিশেষ বার্তা দেন— শারীরিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত খেলাধুলার গুরুত্ব সম্পর্কে বোঝান ছোটদের। এই ক্রীড়া উৎসব জামনগরের জিডি শাহ হাই স্কুলে অনুষ্ঠিত হয় এবং সেখানে রিভাবা জাদেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, রিভাবা জাদেজা বর্তমানে জামনগর উত্তর বিধানসভা আসন থেকে বিজেপির নির্বাচিত বিধায়ক।
advertisement
advertisement
আরও পড়ুন- ২৫ বছরে এমন বৃষ্টি হয়নি! আস্ত রাজ্য জলের তলায়! ভয়ঙ্কর পরিস্থিতি, আতঙ্কে ভারতের ক্যাপ্টেন
অনেকেই জানেন না, রিভাবা কিন্তু মেকানিকাল ইঞ্জিনিয়ার। জাদেজা ও রিভাবার প্রেমের শুরুটা হয়েছিল একটি পার্টি থেকে। সেখানেই প্রথম জাদেজা দেখেছিলেন রিভাবাকে। জাদেজার বোনের বান্ধবী রিভাবা। প্রথম দেখাতেই রিভাবাকে পছন্দ হয়ে যায় ভারতীয় অলরাউন্ডারের। তার পর তিনি সে কথা জানান বোনকে। দুজনের সম্পর্কে সেতু হিসেবে কাজ করেন জাদেজার বোন। এর পর ২০১৬ সালেই রিভাবা ও জাদেজার বিয়ে হয়।
বাংলা খবর/ খবর/খেলা/
Rivaba Jadeja : শৈশবে ফিরলেন জাদেজার স্ত্রী রিভাবা! স্কুলে অতিথি হয়ে যান, বাচ্চাদের সঙ্গে নেমে পড়েন মাঠে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement