Punjab Flood : ২৫ বছরে এমন বৃষ্টি হয়নি! গোটা রাজ্য জলের তলায়! ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আতঙ্কে ভারতের ক্যাপ্টেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Punjab Flood- পঞ্জাবে বন্যায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। উত্তর ভারতের এই রাজ্যে প্রায় ২.৬৫ লাখ মানুষ প্রভাবিত হয়েছে। বর্ষা আসার পর থেকে টানা বৃষ্টির কারণে অনেক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে।
কলকাতা : পঞ্জাবে বন্যায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। উত্তর ভারতের এই রাজ্যে প্রায় ২.৬৫ লাখ মানুষ প্রভাবিত হয়েছে। বর্ষা আসার পর থেকে টানা বৃষ্টির কারণে অনেক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে।
পাঞ্জাবের নিচু এলাকাগুলিতে ফসলেরও বড়সড় ক্ষতি হয়েছে। এই সমস্ত ঘটনার কারণে ভারতীয় দলের তারকা ও টেস্ট অধিনায়ক শুভমন গিল পরিস্থিতি দেখে আতঙ্কে রয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।
টানা বৃষ্টির কারণে পঞ্জাবের সাধারণ মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। রাজ্যের ২৩টি জেলার মধ্যে ১২টি জেলা এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরদাসপুর, পাঠানকোট, ফাজিলকা, কপূরথলা, তরণতারণ, ফিরোজপুর, হোশিয়ারপুর এবং অমৃতসরে বসবাসকারী মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যে অগাস্ট মাসে ২৫৩.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৭৪ শতাংশ বেশি এবং গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ।
advertisement
advertisement
আরও পড়ুন- ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী নস্ত্রাদামুসের! এবার এশিয়া কাপ চলাকালীন যা হবে, আগে কোনওদিন ঘটেনি
পঞ্জাবের বাসিন্দা শুভমন গিল। ভয়ঙ্কর বৃষ্টির কারণে হওয়া ক্ষয়ক্ষতি দেখে তিনিও আতঙ্কিত। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, “পঞ্জাবকে বন্যায় বিধ্বস্ত হতে দেখে হৃদয় ভেঙে গেছে। পাঞ্জাব সবসময় যেকোনও দুর্যোগের মুখোমুখি হয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। এবারও তা-ই হবে। আমার প্রার্থনা সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে রয়েছে। আমি আমার মানুষদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি।”
advertisement
পঞ্জাব এমন বৃষ্টি দেখেনি গত ২৫ বছরে। রাজ্যের কৃষকরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। বেশিরভাগ কৃষিজমি জলের তলায়। ফলে এবার সেখানে ফসলের যে বড়সড় ক্ষতি হবে, তা বলার অপেক্ষা রাখে না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 2:21 PM IST