Asia Cup : ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী নস্ত্রাদামুসের! এবার এশিয়া কাপ চলাকালীন যা হবে, আগে কোনওদিন ঘটেনি এমন কোনও ঘটনা

Last Updated:

Nostradamus Prediction- বাবা ভাঙ্গা ছিলেন বুলগেরিয়ার একজন অন্ধ মহিলা। বলা হয়, তিনি তাঁর অন্তর্দৃষ্টির মাধ্যমে ভবিষ্যতের ঘটনার আভাস আগেভাগেই পেয়ে যেতেন। অন্যদিকে, 'জীবিত নস্ত্রাদামুস' নামে পরিচিত এথোস সালোমেও বহু বিস্ময়কর ভবিষ্যদ্বাণী করেছেন, যার মধ্যে অনেকগুলো ইতিমধ্যে সত্যি বলে প্রমাণিত হয়েছে।

News18
News18
কলকাতা: বাবা ভাঙ্গা এবং নস্ত্রাদামুস, দুই বিশ্ববিখ্যাত ভবিষ্যতদ্রষ্টা হিসেবে পরিচিত। দুজনেই এখন আর এই পৃথিবীতে নেই। কিন্তু তাঁদের বহু ভবিষ্যদ্বাণী মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসে।
বাবা ভাঙ্গা ছিলেন বুলগেরিয়ার একজন অন্ধ মহিলা। বলা হয়, তিনি তাঁর অন্তর্দৃষ্টির মাধ্যমে ভবিষ্যতের ঘটনার আভাস আগেভাগেই পেয়ে যেতেন। অন্যদিকে, ‘জীবিত নস্ত্রাদামুস’ নামে পরিচিত এথোস সালোমেও বহু বিস্ময়কর ভবিষ্যদ্বাণী করেছেন, যার মধ্যে অনেকগুলো ইতিমধ্যে সত্যি বলে প্রমাণিত হয়েছে।
এখন এই দুই ভবিষ্যতদ্রষ্টা এশিয়া ক্রিকেট কাপসহ আসন্ন বড় বড় ইভেন্ট নিয়ে এমন ভয়ানক ভবিষ্যদ্বাণী করেছেন, যা মানুষ শুনে শিউরে উঠবে। তাঁদের মতে, একটি বড় ক্রীড়া প্রতিযোগিতার সময় এমন কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে, যা এর আগে কখনও ঘটেনি।
advertisement
advertisement
সেই ঘটনার পর মানুষ হা হয়ে যাবে। মানুষ বুঝতেই পারবে না, যা তাঁরা দেখছে, তা বাস্তব নাকি কেবল তাঁদের কল্পনা! এই ঘটনার পর কোটি কোটি মানুষ মানসিক দিক থেকে বিভ্রান্ত হবে। বাবা ভাঙ্গা ও ‘জীবিত নস্ত্রাদামুস’-এর ভবিষ্যদ্বাণী- ২০২৫ সালে এলিয়েনদের সঙ্গে মানুষের প্রথমবার মুখোমুখি দেখা হবে!
আরও পড়ুন- অসুস্থতার পর এশিয়া কাপের আগে ফিটনেস টেস্ট দিলেন গিল, কী হল রেজাল্ট?
এশিয়া কাপ, অলিম্পিক গেমস, অথবা ফিফা বিশ্বকাপের মতো কোনও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার সময় ঘটতে পারে এই ঘটনা। যখন সারা বিশ্বের কোটি কোটি মানুষ এই ইভেন্ট সরাসরি দেখবে, তখনই তারা টেলিভিশনের পর্দায় এলিয়েনদের লাইভ দেখতে পাবে। আমরা এই মহাবিশ্বে একা নই। আরও বহু বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব রয়েছে, যারা দীর্ঘদিন ধরে আমাদের চোখের আড়ালে ছিল, সেটাই নাকি প্রমাণ হবে।
advertisement
অস্পষ্ট বা ধোঁয়াটে UFO নয়, বরং এলিয়েনরাও একেবারে পরিষ্কারভাবে দৃশ্যমান হবে এবার। অন্যদিকে, সালোমে ভবিষ্যদ্বাণী করেছেন, এই বছর বিশ্বের বহু সরকার ও বৈজ্ঞানিক সংস্থা এলিয়েনদের নিয়ে নিজেদের গবেষণার তথ্য প্রকাশ্যে আনতে পারে। এতে বিশ্বজুড়ে চরম কৌতূহল ও আলোড়ন সৃষ্টি হবে। মার্কিন যুক্তরাষ্ট্র খুলে দিতে পারে UFO সংক্রান্ত গোপন নথি। সালোমে আরও বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার এই বছর UFO ও এলিয়েনদের সংক্রান্ত বহু গোপন ফাইল প্রকাশ্যে আনতে পারে। এদের মধ্যে থাকবে এমন তথ্য, যা এতদিন সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল।
বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup : ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী নস্ত্রাদামুসের! এবার এশিয়া কাপ চলাকালীন যা হবে, আগে কোনওদিন ঘটেনি এমন কোনও ঘটনা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement