Vaibhav Suryavanshi: ৪৪টি চার-ছয়! ব্যাটিং রেকর্ড! ঐতিহাসিক ইনিংসের পর বৈভব সূর্যবংশী কী বললেন?

Last Updated:

Vaibhav Suryavanshi: ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলের ঐতিহাসিক লড়াই পুরোটাই দেখেছেন বৈভব সূর্যবংশী। বড় মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেটের নতুন ওয়ান্ডার বয়।

News18
News18
ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলের ঐতিহাসিক লড়াই পুরোটাই দেখেছেন বৈভব সূর্যবংশী। নিজে শিক্ষা নেওয়ার পাশাপাশি সিনিয়র দলের এমন লড়াই কুর্নিশ জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের নতুন ওয়ান্ডার বয় বৈভব সূর্যবংশী। সিনিয়র ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের প্রশংসা করে তাদের ‘যোদ্ধা’ বলেছেন বৈভব সূর্যবংশী।
ম্যাঞ্চেস্টার টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের অভাবনীয় প্রত্যাবর্তন ক্রিকেটপ্রেমীদের হৃদয় জয় করেছে। ম্যাচের প্রথম ইনিংসে ভারত ৩১১ রানে পিছিয়ে পড়েছিল এবং দ্বিতীয় ইনিংসে শুরুতেই শূন্য রানে দুই উইকেট হারিয়ে ফেলে। সেই কঠিন পরিস্থিতিতে অধিনায়ক শুভমান গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের অসাধারণ ব্যাটিং দলের রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। এই চার ব্যাটসম্যান মিলে দ্বিতীয় ইনিংসে ৪০১ রানের জুটি গড়ে ম্যাচটিকে ঐতিহাসিক ড্র-এ পরিণত করেন।
advertisement
এই লড়াইয়ে নেতৃত্ব দেন অধিনায়ক শুভমান গিল, যিনি ২৩৮ বল খেলে ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৩ রান করেন। তাঁর সঙ্গে জুটি বাঁধা কেএল রাহুল ২৩০ বল খেলে ৮টি চারে ৯০ রান করেন। পরে ক্রিজে আসেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। দুজনেই দায়িত্বশীল ব্যাটিং করে সেঞ্চুরি করেন। জাদেজা করেন ১৮৫ বলে ১০৭ রান (১৩ চার, ১ ছক্কা) এবং সুন্দর করেন ২০৬ বলে ১০১ রান (৯ চার, ১ ছক্কা)।
advertisement
advertisement
এই চার ব্যাটসম্যানের ব্যাট থেকে মোট ৪৪টি চার ও ছক্কার সাহায্যে আসে ৪০১ রান, যা ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে এক উল্লেখযোগ্য কৃতিত্ব। তাঁদের এই ব্যাটিং ইংলিশ বোলারদের সব পরিকল্পনা ব্যর্থ করে দেয়। বিশেষ করে ম্যাচের চূড়ান্ত দিন তাদের ইনিংস ম্যাচের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
advertisement
বৈভব সূর্যবংশী ইনস্টাগ্রামে এই চার ব্যাটসম্যানকে ‘যোদ্ধা’ আখ্যা দিয়ে বলেন, “এরা সত্যিকারের ফাইটার।” তাঁর স্টোরিতে চারজনের ছবি এবং ইনিংসের রানের বিবরণ দিয়ে তিনি তাঁদের প্রশংসা করেন। এই ম্যাচ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক সাহসিকতার গল্প হয়ে থাকবে।
প্রসঙ্গত, বৈভব সূর্যবংশী নিজেও অনূর্ধ্ব ১৯ দলের হয়ে অনবদ্য ব্যাটিং করেছেন। বিশেষ করে যুব ওয়ান ডে সিরিজে ৫২ বলে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখান বৈভব। যা যুব ওয়ানডে -তে দ্রুততম সেঞ্চুরি। যুব টেস্টে সবথেকে কম বয়সী হিসেবে উইকেট ও হাফ সেঞ্চুরি করা ক্রিকেটারও হন ১৪-র তারকা। ওডিআই ও টেস্ট মিলিয়ে ইংল্যান্ডে মোট ৭ ম্যাচে ৪৪৫ রান করেন। ঝুলিতে রয়েছে একটি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি।
বাংলা খবর/ খবর/খেলা/
Vaibhav Suryavanshi: ৪৪টি চার-ছয়! ব্যাটিং রেকর্ড! ঐতিহাসিক ইনিংসের পর বৈভব সূর্যবংশী কী বললেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement