Bengal Cricketer In India Camp: ‘সব্যসাচী’ কৌশিক, ভারতীয় দলে থেকে পেলেন গুচ্ছ গুচ্ছ উপহার, প্রিয় ক্রিকেটার যা দিল খুশ বাঙালি
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Bengal Cricketer In India Camp: ভারতীয় ক্যাম্প ভরিয়ে দিল কৌশিককে, পেলেন প্রিয় ক্রিকেটারের থেকে বোলিং টিপসও
advertisement
২৬ বছর বয়সী এই ক্রিকেটার বিগত দুবছর আইপিএলের নিলামে তালিকাভুক্তও ছিলেন। বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজিদের ট্রায়ালও দিয়েছেন। তবে আইপিএলে কোন দল না পেলেও, এবার সরাসরি ভারতীয় দলের জায়গা হয়ে পাওয়া বাংলা ক্রিকেটের সব্যসাচী কৌশিক মাইতির। তিনি যেমন এই সুযোগে ক্রিকেটার হিসেবে নিজের ভুলচুক সারিয়ে নেওয়ার টিপস পেয়েছেন, ঠিক তেমনিই প্রিয় ক্রিকেটার জাদেজার সঙ্গে সেলফি তোলাটা সেরে নিতেও ভোলেননি৷
advertisement
advertisement
advertisement
