IND vs NZ: শেষ ম্যাচে জাদেজা কি খেলবেন? তারকা অলরাউন্ডারের খারাপ ফর্ম নিয়ে বড় কথা বলে দিলেন সিরাজ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs NZ 3rd ODI: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচে নামার আগে ভারতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ফর্ম নিয়ে উঠছে প্রশ্ন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচে নামার আগে ভারতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ফর্ম নিয়ে উঠছে প্রশ্ন। তবে সমালোচকরা যাই বলুক, ভারতীয় পেসার মহম্মদ সিরাজ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, রবীন্দ্র জাদেজা খুব শিগগিরই নিজের ফর্মে ফিরবেন। তাঁর মতে, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জাদেজার পুরনো ছন্দে ফেরার জন্য মাত্র একটি উইকেটই যথেষ্ট।
চলতি সিরিজে জাদেজা প্রথম দুই ওয়ানডেতে উইকেটশূন্য ছিলেন। প্রথম ম্যাচে তিনি ৪৪ রান দিয়ে কোনো উইকেট পাননি, দ্বিতীয় ম্যাচেও ৫৬ রান খরচ করেও উইকেটের দেখা পাননি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজেও তাঁর ঝুলিতে ছিল মাত্র একটি উইকেট। তবে সিরাজের মতে, এসব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
advertisement
প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে সিরাজ বলেন, জাদেজার ফর্ম নিয়ে দলের মধ্যে কোনো চিন্তা নেই। তিনি জানান, একবার ব্রেকথ্রু পেলেই জাদেজাকে আবার আগের মতো ভয়ঙ্কর বোলার হিসেবে দেখা যাবে। উল্লেখ্য, জাদেজার ওয়ানডে কেরিয়ার রেকর্ড অত্যন্ত সমৃদ্ধ—২০৯ ম্যাচে প্রায় ২,৯০০ রান ও ২৩২টি উইকেট রয়েছে তাঁর নামে।
advertisement
advertisement
এছাড়াও, দ্বিতীয় ওয়ানডেতে পরাজয় সত্ত্বেও ভারতীয় বোলিং ইউনিট আত্মবিশ্বাসী বলেই জানান সিরাজ। তিনি বলেন, কিছু সহজ ক্যাচ হাতছাড়া হওয়াতেই ম্যাচের ফল বদলে যায়। তবে ব্যাটিংয়ে কেএল রাহুল ও নীতীশ রেড্ডির লড়াকু ইনিংস দলের জন্য ইতিবাচক দিক বলে মনে করছেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 17, 2026 6:54 PM IST











