Ind vs Eng Test: বাকি আড়াই দিন, ভারতের লিড ছুঁল ৩০০! ওভাল টেস্টে ইংল্যান্ডকে চেপে ধরছে ভারত

Last Updated:

চা বিরতিতে যাওয়ার আগে ভারতের স্কোর আপাতত ৬ উইকেট হারিয়ে ৩০৪। ক্রিজে রয়েছেন জুরেল (২৫) এবং জাদেজা (২৬) এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভারতের স্কোর ২৫৪/৫। ক্রিজে রয়েছেন যশস্বী ১১৫(১৪৬) এবং রবীন্দ্র জাদেজা ৮(১৫)। ২৮১ রানের লিডে ভারত।

ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ধ্রুব জুরেল
ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ধ্রুব জুরেল
ওভাল: ওভালে টেস্টের তৃতীয় দিনে ভারত যখন ব্যাট করতে নামে তখন ক্রিজে ছিলেন যশস্বী জয়সওয়াল এবং আকাশদীপ। স্কোরবোর্ডে তখন ভারত ২ উইকেট হারিয়ে ১০১। তৃতীয় দিনের শুরু থেকেই স্কোরবোর্ড ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ক্রিজে থাকা দুইজন। কোনও ধরনের ঝুঁকির শট নেননি যশস্বী এবং আকাশদীপ। ৭৪ বলে দুই ব্যাটারের অর্ধশতরানের জুটি সম্পূর্ণ হয়। এর কিছু পরেই টেস্ট ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতরান করে ফেলেন বাংলার পেসার আকাশদীপ। কিছুটা ‘ফাটকা’ হিসাবেই দ্বিতীয়দিনের শেষে আকাশদীপকে পাঠিয়েছিলেন কোচ গম্ভীর। আর তার এই ‘তুরুপের তাস’ই ভারতের ব্যাটিং লাইন আপের ভিত মজবুত করে দিল। ওভারটনের বলে ৬৬ রান করে অ্যাটকিনসনের হাতে ধরা দেন আকাশদীপ। শেষ হয় তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইনিংস। যশস্বীর সঙ্গে ১০৭ রানের জুটি বাঁধেন তিনি।
এরপরে ক্রিজে করুণ নায়ার এলেও, অপর প্রান্তে অত্যন্ত ধীরস্থির দেখিয়েছে বছর ২৩-এর তরুণ যশস্বীকে। ওভালের পিচে ঠাণ্ডা মাথায় ব্যাট করে মাটি কামড়ে শতরান করলেন তরুণ ওপেনার। এই সিরিজে এই নিয়ে তাঁর দ্বিতীয় শতরান এটি। অন্যদিকে, এবারেও ভাল কিছু করে দেখাতে ব্যর্থ হলেন করুণ। অ্যাটকিনসনের বলে স্মিথের হাতে ক্যাচ জমা দিয়ে মাত্র ১৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।
advertisement
ক্রিজে একা উইকেট আগলে ছিলেন যশস্বী। অপরপ্রান্তে ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা প্রথমে রানের গতি কিছুটা মন্থর হলেও ধীরে ধীরে নিজের চেনা ছন্দ খুঁজে পান জাদেজা। ১১৮ রানের মাথায় টাংয়ের বলে মারতে গিয়ে ওভারটনের হাতে ধরা দেন যশস্বী। শেষ হয় ওভালের পিচে তাঁর এক অনবদ্য ইনিংস। এরপরেই ক্রিজে আসেন ভারতের উইকেট রক্ষক ধ্রুব জুরেল। জাদেজার সঙ্গে জুটি বাঁধেন তিনি। চা বিরতিতে যাওয়ার আগে ভারতের স্কোর আপাতত ৬ উইকেট হারিয়ে ৩০৪। ক্রিজে রয়েছেন জুরেল (২৫) এবং জাদেজা (২৬) এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভারতের স্কোর ২৫৪/৫। ক্রিজে রয়েছেন যশস্বী ১১৫(১৪৬) এবং রবীন্দ্র জাদেজা ৮(১৫)। ২৮১ রানের লিডে ভারত।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng Test: বাকি আড়াই দিন, ভারতের লিড ছুঁল ৩০০! ওভাল টেস্টে ইংল্যান্ডকে চেপে ধরছে ভারত
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement