IND vs NZ: ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স! ওডিআই সিরিজের আগে জ্বলে উঠলেন ভারতীয় অলরাউন্ডার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs NZ ODI Series: শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল আগামী ১১ জানুয়ারি থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে। তার আগে জ্বলে উঠলেন ভারতীয় তারকা।
শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল আগামী ১১ জানুয়ারি থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে। এই সিরিজের প্রস্তুতির জন্য টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা ইতিমধ্যেই বরোদায় পৌঁছে অনুশীলন শুরু করেছেন। সিরিজ শুরুর ঠিক আগেই বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাঁর এই পারফরম্যান্স নিঃসন্দেহে নিউজিল্যান্ড দলের জন্য বড় সতর্কবার্তা।
বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বিজয় হাজারে ট্রফির গ্রুপ ডি-র ম্যাচে সৌরাষ্ট্র বনাম গুজরাতের লড়াইয়ে জাদেজা ব্যাট হাতে অসাধারণ খেলেন। সৌরাষ্ট্রের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে তিনি মাত্র ৩৯ বলে অপরাজিত ৫২ রান করেন। তাঁর এই ঝকঝকে ইনিংসে ছিল ৪টি চার এবং ২টি ছক্কা। জাদেজার আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে সৌরাষ্ট্র ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে বিশাল ৩৮৩ রানের সংগ্রহ গড়ে তোলে।
advertisement
শুধু ব্যাটেই নয়, বল হাতেও জাদেজা ছিলেন বিধ্বংসী। ৩৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাত দল শুরু থেকেই চাপে পড়ে যায়। জাদেজা তাঁর ১০ ওভারের স্পেলে ৬.২০ ইকোনমি রেটে ৬২ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তিনি আর্য দেশাই, ক্ষিতিজ প্যাটেল ও বিশাল জয়সওয়ালকে আউট করে গুজরাতের রান তাড়ায় বড় ধাক্কা দেন।
advertisement
advertisement
রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করে সৌরাষ্ট্র শেষ পর্যন্ত গুজরাতকে ১৪৫ রানের বড় ব্যবধানে পরাজিত করে। এই জয়ের সঙ্গে সঙ্গে জাতীয় দলে ফেরার আগে নিজের ফর্মের বার্তা স্পষ্টভাবে দিয়ে দিলেন জাদেজা। এখন তিনি টিম ইন্ডিয়ায় যোগ দেবেন এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে একই ছন্দে খেলতে প্রস্তুত থাকবেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2026 8:08 PM IST









