Ravindra Jadeja: ইশারাই করতে থেকে গেলেন গিল, জাদেজা কিন্তু শুনলেন না ! স্ত্রী রিভাবা কী বললেন?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ম্যাঞ্চেস্টারে কঠিন পরিস্থিতিতে করা সেই দুর্দান্ত সেঞ্চুরির পরেও জাদেজা তাঁর ‘সিগনেচার স্টাইল’ উদযাপন করলেন না। ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ৷
advertisement
ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, বিশেষ করে স্টোকসের সঙ্গে হওয়া বাদানুবাদের পর জাদেজা নিশ্চয়ই জোরে ব্যাট ঘুরিয়ে জবাব দেবেন। কিন্তু সেই মুহূর্তে ভারতীয় অলরাউন্ডারের মাথায় কিছু একদম ভিন্ন চিন্তা ছিল। ওল্ড ট্র্যাফোর্ডে ড্রেসিংরুম থেকে গোটা দল তাঁর সেঞ্চুরি উদযাপন করছিল। অধিনায়ক শুভমান গিল তো হাসতে হাসতে জাদেজার সেই তলোয়ার চালানোর ভঙ্গিও নকল করে ফেলেন। মনে হচ্ছিল, এবার বুঝি জাদেজাও পিচের মাঝে দাঁড়িয়ে রাজপুত স্টাইলে ব্যাট ঘোরাবেন। কিন্তু শেষপর্যন্ত তা হল না, কোনও তলোয়ারই চালালেন না তিনি। (Photo: PTI)
advertisement
এই প্রসঙ্গে জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা এক আবেগঘন বার্তা দিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘তলোয়ার নয়, এক নিখাদ যোদ্ধার জেদ! আমার স্বামীর এই সেঞ্চুরি ছিল ধৈর্য, সাহস এবং সংকল্পের প্রতীক, যখন টিম ইন্ডিয়ার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এই ইনিংস শুধু স্মরণীয় নয়, হৃদয়ে ধরে রাখার মতো। গোটা দল যে সংহতির সঙ্গে খেলেছে, তা এই মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছে।’’
advertisement
advertisement