আগের মত ক্যারিশমা আর নেই! শীঘ্রই অবসর নিতে পারেন ভারতের আরও এক মহাতারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India: সীমিত ওভারের ক্রিকেটে গত দুই বছরে তাঁর পারফরম্যান্স সেই মান ধরে রাখতে পারেনি। টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে তিনি ২০২৪ বিশ্বকাপ জয়ের পর অবসর নিয়েছেন। ফলে এখন তাঁর সামনে একমাত্র সাদা বলের ফরম্যাট হিসেবে ওয়ানডেই বাকি আছে।
২০১৯ সালে ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মঞ্জরেকরের করা একটি মন্তব্য রবীন্দ্র জাদেজার কেরিয়ারে বড় বিতর্ক তৈরি করেছিল। তাঁকে ‘বিটস অ্যান্ড পিসেস’ খেলোয়াড় বলায় জাদেজা সেটিকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন। এরপর তিন ফরম্যাটেই নিজের পারফরম্যান্স দিয়ে তিনি প্রমাণ করেন, তিনি ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার। টি-টোয়েন্টি ও টেস্টে তিনি দীর্ঘ সময় দাপট দেখালেও ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে।
টেস্ট ক্রিকেটে জাদেজার গুরুত্ব এখনও অটুট। ২০২৪ সালের ডিসেম্বরে রবিচন্দ্রন অশ্বিন অবসর নেওয়ার পর তিনি ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য স্পিন অলরাউন্ডার হয়ে ওঠেন। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে গত দুই বছরে তাঁর পারফরম্যান্স সেই মান ধরে রাখতে পারেনি। টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে তিনি ২০২৪ বিশ্বকাপ জয়ের পর অবসর নিয়েছেন। ফলে এখন তাঁর সামনে একমাত্র সাদা বলের ফরম্যাট হিসেবে ওয়ানডেই বাকি আছে।
advertisement
২০২৩ বিশ্বকাপের বছরে জাদেজা ২৬টি ওয়ানডে ম্যাচ খেলেন। এই সময়ে তিনি ৩০.৯০ গড়ে ৩০৯ রান ও ৩১টি উইকেট নেন। যদিও এই পরিসংখ্যান খুব খারাপ নয়, তবে ২০১৯ বিশ্বকাপের পর থেকে তাঁর ধারাবাহিকতায় ভাটা পড়ে। ওই সময়ের পর ১২ ম্যাচে তিনি মাত্র ২৫৯ রান ও ৮টি উইকেট পান। এরপর ২০২৪ সালে তিনি একটিও ওয়ানডে খেলেননি। ২০২৫ ও ২০২৬ মিলিয়ে মাত্র ১৩টি ম্যাচে তাঁর রান ১৩৯ এবং উইকেট ১২—যা একজন অভিজ্ঞ অলরাউন্ডারের জন্য যথেষ্ট হতাশাজনক।
advertisement
advertisement

এই পরিস্থিতিতে অক্ষর প্যাটেল জাদেজার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন। অক্ষর ২০১৪ সালে ওয়ানডে অভিষেক করলেও গত এক বছরে তিনি দারুণ উন্নতি করেছেন। ২০২৫ সালে ১১টি ওয়ানডেতে ২৯০ রান ও ১১টি উইকেট নিয়ে তিনি নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন। টি-টোয়েন্টিতে উপরের দিকে ব্যাট করে তাঁর আত্মবিশ্বাসী খেলা নির্বাচকদের নজর কেড়েছে। জুনে ইংল্যান্ড সিরিজে অক্ষরের ফেরার সম্ভাবনা থাকায় জাদেজার হাতে নিজেকে প্রমাণ করার সময় আরও কমে এসেছে।
advertisement
ওয়াশিংটন সুন্দরের চোট অবশ্য জাদেজার জন্য সাময়িক স্বস্তি এনেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে চোট পাওয়ায় সুন্দর পুরো সিরিজ থেকে ছিটকে যান। ফলে জাদেজাই এখন দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিন অলরাউন্ডার। এই সুযোগ কাজে লাগাতে পারলে তিনি নির্বাচকদের আবার ভাবতে বাধ্য করতে পারেন। তবে ব্যর্থ হলে সামনে থাকা তরুণরা দ্রুতই তাঁর জায়গা দখল করে নিতে পারে।
advertisement
ব্যাটিং পজিশনও জাদেজার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নম্বর ৫ বা ৬–এ ব্যাট করে তিনি খুব একটা সফল নন। এই দুই পজিশনে তাঁর রান সংখ্যা অত্যন্ত কম। বিপরীতে, নম্বর ৭–এ ব্যাট করেই তিনি সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন। তবুও দলের প্রয়োজনে তাঁকে উপরের দিকে পাঠানো হচ্ছে, যা তাঁর স্বাভাবিক খেলার সঙ্গে মানানসই নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে তাঁর দ্রুত আউট হওয়া সমালোচনা আরও বাড়িয়ে দিয়েছে।
advertisement
আইপিএল ২০২৫–এ জাদেজা মাঝের ওভারে ভালো রান করলেও নতুন বলের বিরুদ্ধে তাঁর দুর্বলতা চোখে পড়েছে। আধুনিক সাদা বলের ক্রিকেট যেখানে দ্রুত রান তোলার ওপর জোর দেয়, সেখানে জাদেজার ব্যাটিং ধাঁচ কিছুটা পুরনো মনে হচ্ছে। সামনে মাত্র কয়েকটি ম্যাচই ঠিক করে দেবে, তিনি ভারতের ওয়ানডে ভবিষ্যতের অংশ থাকবেন, নাকি ধীরে ধীরে এই ফরম্যাট থেকেও বিদায় নিতে হবে। সময় এখন জাদেজার বিরুদ্ধে। তবে ফাইটার জাদেজা বারবার ফিরে এসেছেন, এবার কী করেন সেটাই দেখার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 15, 2026 4:32 PM IST








