রাহুল শরদ দ্রাবিড়: জীবন, পুরস্কার, কেরিয়ার এক ঝলকে
পুরো নাম
রাহুল শরদ দ্রাবিড়
জন্ম
১১ জানুয়ারি, ১৯৭৩
উচ্চতা
৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)
জাতীয়তা
ভারতীয়
ক্রীড়াবিদ
প্রাক্তন ভারতীয় অধিনায়ক, ডানহাতি ব্যাটসম্যান, ডানহাতি অফ-স্পিন, উইকেট-রক্ষক, জাতীয় দলের কোচ
পরিবার
বাবা: শরদ দ্রাবিড়
মা: পুষ্পা দ্রাবিড়
স্ত্রী: বিজেতা পেনধারকর
কেরিয়ারের সূচনা
তিনি অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ দলে কর্নাটক রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। এরপরই তিনি রঞ্জি ট্রফি দলে জায়গা করে নেন। ১৯৯১-৯২ মৌসুমে কর্নাটকের হয়ে রঞ্জিতে অভিষেক করেন। দুর্দান্ত প্রথম সিজনে তিনি ৬৩.৩ গড় রেটে মোট ৩৮০ রান করেছিলেন। এর মধ্যে কয়েক শতাধিক রানও রয়েছে। এরপর তিনি দলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চলের হয়ে খেলার জন্য নির্বাচিত হন।
খেলার প্রেক্ষাপট
রাহুল দ্রাবিড় ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। ‘দ্য ওয়াল’, ‘জ্যামি’ এবং ‘মিস্টার ডিপেন্ডেবল’ হিসেবে পরিচিত রাহুলের জন্ম ১১ জানুয়ারি, ১৯৭৩ সালে ইন্দোরে।
পরবর্তীতে তিনি বেঙ্গালুরুতে চলে আসেন। লেখাপড়ায় তিনি বরাবরই বেশ ভাল। তাঁর বাবা ছিলেন ক্রিকেটের ভক্ত। রাহুল ও তাঁর ছোট ভাইকে নিয়ে নিয়মিত ক্রিকেট ম্যাচ দেখতে যেতেন। সেখানেই রাহুলের ক্রিকেটের প্রতি ভালো লাগা তৈরি হয়। রাহুল ১২ বছর বয়স থেকে পেশাদার ক্রিকেট খেলা শুরু করেন।
অভিষেক
রাহুল তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে এক দিবসীয় সিরিজে। কয়েক মাস পরে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক হয়। অভিষেক ইনিংসে তিনি ৯৫ রান করেন।
উত্থান
একদিনের আন্তর্জাতিক ম্যাচে রাহুলকে ‘স্লো মোশন ব্যাটসম্যান’ বলে আখ্যা দেওয়া হয়। আর এই কারণেই একদিনের দলে জায়গা পেতে তাঁকে অনেক লড়াই করতে হয়েছিল। কিন্তু অচিরেই এই সমালোচনা কাটিয়ে উঠে তিনি একদিনের ক্রিকেটে উন্নতি করেছিলেন। ভারতীয় জাতীয় দলে তাঁর জায়গা পাকা হয়ে যায়। অভিষেকের তিন বছর পর ১৯৯৯ বিশ্বকাপে তিনি শীর্ষ ফর্মে ছিলেন। ৪৬১ রান করে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন।
ব্যাটিং ছাড়াও, তিনি ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে দীর্ঘদিন উইকেট রক্ষক হিসেবে খেলেছেব। ৭১টি ক্যাচ ও ১৩টি স্টাম্পিং-সহ উইকেটরক্ষক হিসেবে তিনি ৮৪ জন ব্যাটারকে প্যাভিলিওয়নে ফেরত পাঠিয়েছেন। অন্যদিকে টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি সংখ্যক ক্যাচ (২১০) লোফার বিশ্ব রেকর্ড রয়েছে তাঁর, তাও উইকেট রক্ষণ ব্যতিরেকে।
তার একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে তিনি ৩৪৪ ম্যাচে ৩৯.১৭ গড় রান করেছেন। মোট ১০,৮৮৯ রান রয়েছে তাঁর সংগ্রহে। এর মধ্যে রয়েছে ১২টি শতক এবং ৮৩টি অর্ধশতক। ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
১৬৪ টেস্টে তিনি ৫২.৩১ গড় তাঁর। সংগৃহীত রান ১৩২৮৮। তিনি তাঁর টেস্ট কেরিয়ারে ৩৬টি শতক এবং ৬৩টি অর্ধশতক করেছেন। এ ছাড়াও তিনি টেস্টে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
রাহুলকে ভারতীয় জাতীয় দল এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয়। তাঁর অধীনে ভারত-১৯ দল ২০১৬ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ২০১৬ এডিশনে রানার্স আপ হয়। ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ার এবং সঞ্জু স্যামসন তাঁরই অসাধারণ আবিষ্কার।
২০১৭ সালে আইপিএল ফ্র্যাঞ্চাইজি, দিল্লি ডেয়ারডেভিলসের পরামর্শদাতা হিসাবেও কাজ করেছেন। ভারত-সহ বিশ্ব ক্রিকেট ইতিহাসে সর্বকালে তাঁর উজ্জ্বল উপস্থিতি।