Video: যেন বাবার কার্বন কপি ! ভাইরাল রাহুল দ্রাবিড়ের ছেলে সমিতের ব্যাটিংয়ের ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
যেন বাবা রাহুল দ্রাবিড়কেই আইডল মেনে নেমেছিলেন সমিত। কোনওরকম তাড়াহুড়ো করেননি। ধীরেসুস্থে ইনিংস সাজিয়েছেন। ২৪ বলে ৪টি চার এবং একটি ছক্কায় তুলেছেন ৩৩ রান।
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটে তিনি ছিলেন ‘দ্য ওয়াল’। দেওয়ালের মতোই দাঁড়িয়ে থাকতেন ক্রিজের একদিকে। অন্য দিকে যাই হোক রাহুল দ্রাবিড়ের মনঃসংযোগে চিড় ধরত না এতটুকু। তিন ফরম্যাটেই তিনি ছিলেন দুর্ভেদ্য।
এখন বাবার পদাঙ্কই অনুসরণ করছেন ছেলে সমিত দ্রাবিড়। তবে বাবার মতো রক্ষণশীল ব্যাটিং ঘরানায় বিশ্বাসী নন তিনি। সমিত অনেকটা রোহিত শর্মার ক্রিকেটীয় ব্যকরণ মেনে খেলেন। ওড়ানোর বল এলে তিনি ওড়াবেনই।
advertisement
advertisement
মহারাজা টি২০ লিগে মহীশূর ওয়ারিয়ার্সের হয়ে খেলছেন সমিত দ্রাবিড়। গুলবার্গা মিস্টিকসের বিরুদ্ধে তাঁর ইনিংস সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজের দলকে জেতাতে পারেননি। তবে তাঁর ইনিংস মন জয় করে নিয়েছে সবার।
টসে জিতে বোলিং নেন গুলবার্গার অধিনায়ক দেবদত্ত পাডিক্কল। ব্যাট করতে নামে মহীশূর ওয়ারিয়ার্স। কিন্তু চার ওভারেই ১৮ রানে ২ উইকেট পড়ে যায়। তখনই ক্রিজে আসেন সমিত। অধিনায়ক করুণ নায়ারের সঙ্গে জুটি বেঁধে দলকে পৌঁছে দেন ভাল জায়গায়। তাঁদের ৮৩ রানের পার্টনারশিপে ভর করেই ১৯৬ রান তোলে মহীশূর ওয়ারিয়ার্স। সমিতের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৩৩ রান।
advertisement
𝗦𝗶𝗴𝗻𝘀 𝗼𝗳 𝘁𝗵𝗶𝗻𝗴𝘀 𝘁𝗼 𝗰𝗼𝗺𝗲? 👀
Samit Dravid gave a small glimpse of what he is all about in last night’s #MaharajaT20 encounter 🤩#MaharajaT20OnFanCode @maharaja_t20 @mysore_warriors pic.twitter.com/7zRsIABhee
— FanCode (@FanCode) August 17, 2024
তবে গুলবার্গের বিরুদ্ধে ম্যাচে যেন বাবা রাহুল দ্রাবিড়কেই আইডল মেনে নেমেছিলেন সমিত। কোনওরকম তাড়াহুড়ো করেননি। ধীরেসুস্থে ইনিংস সাজিয়েছেন। ২৪ বলে ৪টি চার এবং একটি ছক্কায় তুলেছেন ৩৩ রান। প্রথম দুই ম্যাচে বড় রান তুলতে পারেননি সমিত। তাই বোধহয় গুলবার্গারের বিরুদ্ধে সাবধানী ছিলেন তিনি।
advertisement
মহারাজা টি২০ লিগের প্রথম ম্যাচে মাত্র ৭ রানে আউট হয়ে যান সমিত। দ্বিতীয় ম্যাচেও ৭ রানেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। দুটি হতাশাজনক ইনিংসকে পিছনে ফেলে, প্রয়োজনের সময় সমস্ত ব্যর্থতা ভুলে গুলবার্গা মিস্টিকসের বিরুদ্ধে দলকে ভরসা জোগাল তাঁর ব্যাট।
advertisement
১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে চার মেরে জেতে গুলবার্গা মিস্টিকস। একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রবিচন্দ্রন স্মরণ। মাত্র ৬০ বলে অপরাজিত ১০৪ রানের চোখধাঁধানো ইনিংস খেলেছেন তিনি। এর মধ্যে ১১টি চার এবং চারটি ছক্কা রয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2024 6:06 PM IST