বর্ষাকালে এসি থেকে জল ঝরবেই, বালতি ভরে ঘরের এই সব কাজে ব্যবহার করতে পারেন অনায়াসেই
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
ঘরের বাতাস শোষণ করে নেয় এসির ইনডোর ইউনিট, এর পর সেই বাতাস ঘনীভূত হয়ে জলে পরিণত হয়। সেই জলই আউটডোর ইউনিটের সঙ্গে লাগানো পাইপ দিয়ে ফোঁটায় ফোঁটায় ঝরতে থাকে। অনেকেই লক্ষ্য করে থাকবেন যে বর্ষাকালে এসি থেকে একটু যেন বেশিই জল ঝরে।
এসি থেকে জল পড়বেই। তা আটকানোর কোনও উপায় নেই। সেই জন্যই যখন এসি ইনস্টল করা হয, আউটডোর ইউনিটের সঙ্গে একটা পাইপ লাগানো হয়ে থাকে। আসলে, ঘরের বাতাস শোষণ করে নেয় এসির ইনডোর ইউনিট, এর পর সেই বাতাস ঘনীভূত হয়ে জলে পরিণত হয়। সেই জলই আউটডোর ইউনিটের সঙ্গে লাগানো পাইপ দিয়ে ফোঁটায় ফোঁটায় ঝরতে থাকে। অনেকেই লক্ষ্য করে থাকবেন যে বর্ষাকালে এসি থেকে একটু যেন বেশিই জল ঝরে।
advertisement
তার কারণও আছে। বর্ষাকালে হাওয়া থাকে এমনিতেই ভেজা অর্থাৎ এই সময়ে আবহাওয়া থাকে অন্য সময়ের চেয়ে বেশি আর্দ্র। এই আর্দ্রতার কারণেই বৃষ্টি হলেও সব সময়ে পরিবেশ শীতল হয় না, বরং একটা চ্যাটচেটে গরমের অনুভূতি হয়। এসি যখন এই আর্দ্র বাতাস শোষণ করে, তখন তার থেকে জল অন্য সময়ের চেয়ে বেশি উৎপন্ন হয়। এই কারণেই অন্য সময়ের চেয়ে বর্ষাকালে এসি থেকে বেশি জল পড়ে। Representative Image
advertisement
এসি থেকে ঝরে পড়া এই জল কিন্তু সংগ্রহ করে সহজেই বাড়ির নানা কাজে লাগানো যায়। অনেকের মাথায় অবধারিত ভাবে একটা প্রশ্ন আসবে- এই জল পান করা যায় কি না। উত্তর হল- না, তা করা যাবে না। এমনিতে এসি থেকে বের হওয়া এই জল পরিষ্কার, তবে তা আমরা যে জল পান করি, তার মতো পরিষ্কারও নয়। অতএব, তা পান করার প্রশ্নই ওঠে না। তাহলে ঘরের কোন কোন কাজে এসির জল ব্যবহার করা যেতে পারে? Representative Image
advertisement
সবার প্রথমে আসা যায় বাগানের সেচের কাজে। এসির জল ধরে তা গাছে দেওয়া যায়। এটি পরিষ্কার এবং দূষণমুক্ত, ফলে অসুবিধা নেই। বাড়তি সুবিধা এই যে ট্যাঙ্কের জল বাঁচবে। সেটা বড় কম কথা নয়। এর পর আসা যায় বাসন ধোওয়ার ব্যাপারে। রোজকার রান্নার এবং খাওয়ার বাসন আমরা চাইলে এসির জল দিয়ে ধুতেই পারি, এতেও কোনও সমস্যা হবে না। Representative Image
advertisement