Picnic Spot Rule: আউশগ্রামের ভাল্কি মাচানে পিকনিক করতে চান? বিশেষ কিছু নিয়ম রয়েছে, জেনে তারপর প্ল্যান করুন

Last Updated:
তবে এই পিকনিক স্পটে আসা পর্যটকদের জন্য বেশ কিছু বিশেষ নির্দেশিকা জারি করেছে ভালকি মাচান কর্তৃপক্ষ। 
1/5
চলছে পিকনিকের মরশুম। শীতের আমেজে বনভোজনের আনন্দে মেতে উঠেছেন আপামর বঙ্গবাসী। বছরের এই সময়টাকে ঘিরেই পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের নিয়ে পিকনিকের পরিকল্পনা শুরু হয়ে যায়। রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে থাকা পিকনিক স্পটগুলিতে ইতিমধ্যেই বাড়ছে ভিড়। এর ব্যতিক্রম নয় পূর্ব বর্ধমান জেলাও।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
চলছে পিকনিকের মরশুম। শীতের আমেজে বনভোজনের আনন্দে মেতে উঠেছেন আপামর বঙ্গবাসী। বছরের এই সময়টাকে ঘিরেই পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের নিয়ে পিকনিকের পরিকল্পনা শুরু হয়ে যায়। রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে থাকা পিকনিক স্পটগুলিতে ইতিমধ্যেই বাড়ছে ভিড়। এর ব্যতিক্রম নয় পূর্ব বর্ধমান জেলাও।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
পূর্ব বর্ধমান জেলায় পিকনিকের জন্য একাধিক জনপ্রিয় স্থান থাকলেও, তার মধ্যে অন্যতম আকর্ষণ আউশগ্রাম এলাকার ভালকি মাচান। প্রতি বছর শীত এলেই এই জায়গায় প্রচুর মানুষ পিকনিক করতে ভিড় জমান। জেলার মধ্যে অন্যতম পরিচিত এই পিকনিক স্পটটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হওয়ায় পর্যটকদের কাছে আলাদা জনপ্রিয়তা পেয়েছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
পূর্ব বর্ধমান জেলায় পিকনিকের জন্য একাধিক জনপ্রিয় স্থান থাকলেও, তার মধ্যে অন্যতম আকর্ষণ আউশগ্রাম এলাকার ভালকি মাচান। প্রতি বছর শীত এলেই এই জায়গায় প্রচুর মানুষ পিকনিক করতে ভিড় জমান। জেলার মধ্যে অন্যতম পরিচিত এই পিকনিক স্পটটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হওয়ায় পর্যটকদের কাছে আলাদা জনপ্রিয়তা পেয়েছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
চারিদিকে ঘন জঙ্গলে ঘেরা ভালকি মাচান মূলত তার নির্জন ও শান্ত পরিবেশের জন্য পরিচিত। শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির কোলে সময় কাটানোর জন্য এই জায়গাটি আদর্শ। গাছপালা, খোলা পরিবেশ এবং সবুজে মোড়া এলাকাই পিকনিকপ্রেমীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
চারিদিকে ঘন জঙ্গলে ঘেরা ভালকি মাচান মূলত তার নির্জন ও শান্ত পরিবেশের জন্য পরিচিত। শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির কোলে সময় কাটানোর জন্য এই জায়গাটি আদর্শ। গাছপালা, খোলা পরিবেশ এবং সবুজে মোড়া এলাকাই পিকনিকপ্রেমীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
তবে এই পিকনিক স্পটে আসা পর্যটকদের জন্য বেশ কিছু বিশেষ নির্দেশিকা জারি করেছে ভালকি মাচান কর্তৃপক্ষ। পোস্টার দিয়ে স্পষ্টভাবে জানানো হয়েছে জঙ্গলে গাছের ডাল ভাঙা ও আগুন লাগানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একইসঙ্গে বনভোজনের সময় উচ্চস্বরে মাইক বা সাউন্ড বক্স বাজানো যাবে না বলেও জানানো হয়েছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
তবে এই পিকনিক স্পটে আসা পর্যটকদের জন্য বেশ কিছু বিশেষ নির্দেশিকা জারি করেছে ভালকি মাচান কর্তৃপক্ষ। পোস্টার দিয়ে স্পষ্টভাবে জানানো হয়েছে জঙ্গলে গাছের ডাল ভাঙা ও আগুন লাগানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একইসঙ্গে বনভোজনের সময় উচ্চস্বরে মাইক বা সাউন্ড বক্স বাজানো যাবে না বলেও জানানো হয়েছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
এছাড়াও বনভোজনের সময় প্লাস্টিক ও থার্মকলের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। জানানো হয়েছে, বনভোজনের সময়সীমা বিকাল ৪টা পর্যন্ত। বিকাল ৪টার পর জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণের স্বার্থেই এই নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে সকল পিকনিকপ্রেমীদের।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
এছাড়াও বনভোজনের সময় প্লাস্টিক ও থার্মকলের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। জানানো হয়েছে, বনভোজনের সময়সীমা বিকাল ৪টা পর্যন্ত। বিকাল ৪টার পর জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণের স্বার্থেই এই নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে সকল পিকনিকপ্রেমীদের।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
advertisement