KKR : কেকেআরে এবার মহাতারকা কোচ! নাইটরা দিতে পারে বিরাট চমক! কলকাতার 'টার্গেট' কিংবদন্তি ক্রিকেটার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Rahul Dravid- এরই মধ্যে রাহুল দ্রাবিড়ের নাম ভেসে উঠল কেকেআর কোচ হিসেবে। শোনা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্স এবার দ্রাবিড়কে কোচ হিসেবে পেতে ঝাঁপিয়ে পড়তে পারে।
রাজস্থান রয়্যালস শনিবার জানিয়েছে, রাহুল দ্রাবিড় প্রধান কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজির এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক কাঠামোগত পর্যালোচনার আওতায় ফ্র্যাঞ্চাইজি দ্রাবিড়কে বড় দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও দলের হেড কোচ সেই দায়িত্ব নিতে রাজি হননি।
advertisement
ভারতীয় ক্রিকেট দল তাঁর কোচিংয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। রাহুল দ্রাবিড় এর পর আইপিএল ২০২৫-এর আগে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে যুক্ত হন। রিপোর্ট অনুযায়ী, তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছিল। কিন্তু হঠাৎ করেই তিনি পদত্যাগ করেন। দ্রাবিড়ের হঠাৎ ইস্তফার কারণে অনেক জল্পনা-কল্পনা চলছে।
advertisement
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, রাহুল দ্রাবিড় হঠাৎ করে ফ্র্যাঞ্চাইজি ছাড়েননি। আইপিএল ২০২৫-এর পরে তাঁর এবং ফ্র্যাঞ্চাইজির মালিকদের মধ্যে লন্ডনে একটি বৈঠক হয়। রিপোর্ট অনুযায়ী, জুলাই মাস থেকেই দ্রাবিড় ও রয়্যালস ম্যানেজমেন্টের মধ্যে আলোচনা চলছিল। ধারণা করা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজির মালিক মনোজ বদালে, যিনি দ্রাবিড়কে রাখার পক্ষপাতী ছিলেন, তাঁকে একটি অন্য ভূমিকার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু দ্রাবিড় সেই প্রস্তাব গ্রহণ করেননি।
advertisement
advertisement
advertisement