ক্রাচে ভর দিয়ে মাঠে ঢুকলেন রাহুল দ্রাবিড়, দেখেই ছুটে এলেন ধোনি, তারপর যা করলেন মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা

Last Updated:

RR vs CSK IPL Highlights: এদিন রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। ধোনি ম্যাজিক কাজ করেনি। হারতে হয়েছে চেন্নাইকে। তবে ম্যাচ শেষের পর ধোনি-দ্রাবিড়ের সাক্ষাতের সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ক্রাচে ভর দিয়ে মাঠে ঢুকলেন রাহুল দ্রাবিড়, দেখেই ছুটে এলেন ধোনি
ক্রাচে ভর দিয়ে মাঠে ঢুকলেন রাহুল দ্রাবিড়, দেখেই ছুটে এলেন ধোনি
নয়াদিল্লি: সবে ম্যাচ শেষ হয়েছে। স্টেডিয়ামে হুল্লোড় চলছে। ঠিক তখনই খোঁড়াতে খোঁড়াতে মাঠে ঢুকলেন রাহুল দ্রাবিড়। মুখে হাসি, হাতে ক্রাচ। তাঁকে দেখেই ছুটে এলেন এমএস ধোনি। হাত মেলালেন। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে তৈরি হল আবেগের মিষ্টি মুহূর্ত।
এদিন রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। ধোনি ম্যাজিক কাজ করেনি। হারতে হয়েছে চেন্নাইকে। তবে ম্যাচ শেষের পর ধোনি-দ্রাবিড়ের সাক্ষাতের সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটসম্যান ও প্রাক্তন অধিনায়কের এই হৃদয়স্পর্শী মুহূর্তের ভিডিও নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।
advertisement
advertisement
ধোনি দ্রাবিড়ের স্বাস্থ্যের খোঁজ নেন, তাঁর চোট সম্পর্কে জানতে চান। এই সময় একে একে বেশ কয়েকজন ক্রিকেটার দ্রাবিড়ের সঙ্গে দেখা করতে আসেন, হাত মেলান। তবে পুরো সময়টা দ্রাবিড়ের পাশেই ছিলেন ধোনি।
এবারের আইপিএলে এই ম্যাচেই প্রথম জয়ের মুখ দেখেছে রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসকে পরাজিত হয়েছে ৬ রানে। শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ২০ রান। সেই সময় ক্রিজে ছিলেন ধোনি। তাঁর জন্য মঞ্চ প্রস্তুত ছিল। ধামাকার অপেক্ষায় ছিল গোটা মাঠ। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হল ক্রিকেটপ্রেমীদের।
advertisement
ফিনিশার মহেন্দ্র সিং ধোনিকেই তো গোটা বিশ্ব চেনে। এই পরিস্থিতিতেও আশায় বুক বেঁধেছিলেন চেন্নাই সমর্থকরা। কিন্তু দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারেননি ধোনি। রাজস্থান প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৮২ রান তোলে। জবাবে চেন্নাই সুপার কিংস ৬ উইকেটে ১৭৬ রানে আটকে যায়।
advertisement
পরিসংখ্যান বলছে, ২০১৯ সালের পর থেকেই আইপিএলে ১৮০-এর বেশি রান তাড়া করে জিততে পারেনি চেন্নাই। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ৬৩ রান করেন। কিন্তু অন্য ব্যাটসম্যানরা যোগ্য সঙ্গত দিতে পারেননি। বড় স্কোর গড়তে ব্যর্থ হয় চেন্নাই। এই নিয়ে টানা দুটি ম্যাচে হারের মুখ দেখল ধোনির দল।
advertisement
রাজস্থানের কাছে এই জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঞ্জু স্যামসনের চোট। তাঁর জায়গায় দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন রিয়ান পরাগ। কিন্তু দলকে আশানুরূপ সাফল্য এনে দিতে পারেননি। প্রথম দুটি ম্যাচেই হারতে হয়। শেষ পর্যন্ত তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেল রাজস্থান রয়্যালস। ধোনির উপস্থিতি ম্যাচে উত্তেজনা বাড়ালেও, তাঁর সেই ‘ম্যাজিক টাচ’ দেখা গেল না। ফলে চেন্নাইয়ের ভক্তরা হতাশ হলেও, রাজস্থান শিবিরে স্বস্তি ফিরেছে!
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রাচে ভর দিয়ে মাঠে ঢুকলেন রাহুল দ্রাবিড়, দেখেই ছুটে এলেন ধোনি, তারপর যা করলেন মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement