Cricketer Love Story: শ্বশুর আর্মিতে, নানা ছুতোয় দেখা করতেন তাঁরই মেয়ের সঙ্গে, কীভাবে ফ্যামিলি ফ্রেন্ড থেকে হয়ে উঠলেন ‘ফ্যামিলি’

Last Updated:
Cricketer Love Sory: প্রেমে কখন হয় কীভাবে তা নিয়ে কেউ কিছু বলতে পারে না, যেমন বুঝতে পারেননি রাহুল দ্রাবিড়
1/9
নয়াদিল্লি: প্রেম বিষয়টি বেশ জটিল। কে কখন কার প্রেমে পড়বে তা কেউ জানে না৷ এমন অনেক ক্ষেত্রে হয়, যখন বহু বছরের আগের চেনা হঠাৎ করে নতুন করে সেই সম্পর্কে মোচড় আসে৷  কয়েক বছর আগে ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের সঙ্গেও এই রকমই হয়েছিল৷  তিনি আগে থেকেই বিজেতা চিনতেন৷
নয়াদিল্লি: প্রেম বিষয়টি বেশ জটিল। কে কখন কার প্রেমে পড়বে তা কেউ জানে না৷ এমন অনেক ক্ষেত্রে হয়, যখন বহু বছরের আগের চেনা হঠাৎ করে নতুন করে সেই সম্পর্কে মোচড় আসে৷  কয়েক বছর আগে ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের সঙ্গেও এই রকমই হয়েছিল৷  তিনি আগে থেকেই বিজেতা চিনতেন৷
advertisement
2/9
তাঁর বাবা এবং বিজেতার বাবা বন্ধু ছিলেন৷ সেই অর্থে পারিবারিক বন্ধু ছিলেন রাহুল ও বিজেতা৷ কিন্তু রাহুলই যে তিনি তাঁর বাবার বন্ধুর মেয়ের প্রেমে পড়বেন এবং পরে তাঁকে বিয়ে করবেন সে বিষয়ে কোনও ধারণাই ছিল না৷
তাঁর বাবা এবং বিজেতার বাবা বন্ধু ছিলেন৷ সেই অর্থে পারিবারিক বন্ধু ছিলেন রাহুল ও বিজেতা৷ কিন্তু রাহুলই যে তিনি তাঁর বাবার বন্ধুর মেয়ের প্রেমে পড়বেন এবং পরে তাঁকে বিয়ে করবেন সে বিষয়ে কোনও ধারণাই ছিল না৷
advertisement
3/9
রাহুল দ্রাবিড়ের জন্ম ইনদওরে৷ তাঁর বাবা সেখানেই কাজ করতেন। কিন্তু পরে তাঁর বাবা নাগপুরে চলে আসেন এবং রাহুল দ্রাবিড়ও তার সঙ্গে সেখানে চলে গিয়েছিলেন। রাহুলের বাবা এবং বিজেতা পেন্ধারকরের (রাহুলের স্ত্রী) বাবা শুরু থেকেই ভাল বন্ধু ছিলেন।
রাহুল দ্রাবিড়ের জন্ম ইনদওরে৷ তাঁর বাবা সেখানেই কাজ করতেন। কিন্তু পরে তাঁর বাবা নাগপুরে চলে আসেন এবং রাহুল দ্রাবিড়ও তার সঙ্গে সেখানে চলে গিয়েছিলেন। রাহুলের বাবা এবং বিজেতা পেন্ধারকরের (রাহুলের স্ত্রী) বাবা শুরু থেকেই ভাল বন্ধু ছিলেন।
advertisement
4/9
বিজেতার বাবা ছিলেন একজন উইং কমান্ডার, যিনি নাগপুরে পোস্টিং পেয়েছিলেন।  নাগপুরে থাকার সময়েই দুই পরিবার একে অপরের বন্ধু হয়ে ওঠে৷ পাশাপাশি একে অপরের সাথে যোগাযোগ শুরু করে। এই সময়ে রাহুলও বিজেতার প্রেমে পড়েন।
বিজেতার বাবা ছিলেন একজন উইং কমান্ডার, যিনি নাগপুরে পোস্টিং পেয়েছিলেন।  নাগপুরে থাকার সময়েই দুই পরিবার একে অপরের বন্ধু হয়ে ওঠে৷ পাশাপাশি একে অপরের সাথে যোগাযোগ শুরু করে। এই সময়ে রাহুলও বিজেতার প্রেমে পড়েন।
advertisement
5/9
রাহুল দ্রাবিড়ের স্ত্রী, বিজেতা পেন্ধারকর পেশায় একজন মেডিকেল সার্জন এবং ক্রিকেট জগৎ সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না। রাহুল দ্রাবিড়ের মতে, বিজেতার ক্রিকেটের প্রতি অজ্ঞতা তাকে অত্যন্ত সাহায্য করেছিল। রাহুল যখন মাঠে ব্যস্ত ছিলেন, ভারতের প্রতিনিধিত্ব করে, তখন বিজেতা তাদের সন্তান সমিত এবং আন্বয়ের যত্ন নেওয়ার জন্য তার কেরিয়ার ছেড়ে দিয়েছিলেন।
রাহুল দ্রাবিড়ের স্ত্রী, বিজেতা পেন্ধারকর পেশায় একজন মেডিকেল সার্জন এবং ক্রিকেট জগৎ সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না। রাহুল দ্রাবিড়ের মতে, বিজেতার ক্রিকেটের প্রতি অজ্ঞতা তাকে অত্যন্ত সাহায্য করেছিল। রাহুল যখন মাঠে ব্যস্ত ছিলেন, ভারতের প্রতিনিধিত্ব করে, তখন বিজেতা তাদের সন্তান সমিত এবং আন্বয়ের যত্ন নেওয়ার জন্য তার কেরিয়ার ছেড়ে দিয়েছিলেন।
advertisement
6/9
রাহুল বিজেতার প্রেমে গভীরভাবে পড়ে গিয়েছিল এবং তাঁর সঙ্গে দেখা করার জন্য অজুহাত খুঁজতেন। অবশেষে উভয়ের পরিবারই বুঝে যায় যে বিজেতা এবং রাহুল একে অপরকে পছন্দ করে। তাঁরাও দেরি না করে ২০০২ সালে তাঁদের বিয়ে স্থির করে ফেলে।
রাহুল বিজেতার প্রেমে গভীরভাবে পড়ে গিয়েছিল এবং তাঁর সঙ্গে দেখা করার জন্য অজুহাত খুঁজতেন। অবশেষে উভয়ের পরিবারই বুঝে যায় যে বিজেতা এবং রাহুল একে অপরকে পছন্দ করে। তাঁরাও দেরি না করে ২০০২ সালে তাঁদের বিয়ে স্থির করে ফেলে।
advertisement
7/9
কিন্তু রাহুল ২০০৩ সালের বিশ্বকাপে ব্যস্ত ছিলেন, তাই বিশ্বকাপের পরে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাহুল ৪ মে ২০০৩ সালে বিজেতাকে বিয়ে করেন।
কিন্তু রাহুল ২০০৩ সালের বিশ্বকাপে ব্যস্ত ছিলেন, তাই বিশ্বকাপের পরে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাহুল ৪ মে ২০০৩ সালে বিজেতাকে বিয়ে করেন।
advertisement
8/9
 "দ্য ওয়াল" নামে পরিচিত রাহুল দ্রাবিড় ভারতের অন্যতম সম্মানিত ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে রাহুল দ্রাবিড় মোট ২৪,২০৮ রান করেছেন। আন্তর্জাতিক কেরিয়ারে টেস্টে দ্রাবিড় মোট ১৩২৮৮ রান করেছেন।
"দ্য ওয়াল" নামে পরিচিত রাহুল দ্রাবিড় ভারতের অন্যতম সম্মানিত ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে রাহুল দ্রাবিড় মোট ২৪,২০৮ রান করেছেন। আন্তর্জাতিক কেরিয়ারে টেস্টে দ্রাবিড় মোট ১৩২৮৮ রান করেছেন।
advertisement
9/9
এছাড়া, তিনি একদিনের আন্তর্জাতিকে ১০৮৮৯ রান এবং টি-টোয়েন্টিতে ৩১ রান করেছেন। দ্রাবিড় ১৯৯৬ সালে ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলা শুরু করেন। ২০০৫ সালের অক্টোবরে তাকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবেও নিযুক্ত করা হয়।
এছাড়া, তিনি একদিনের আন্তর্জাতিকে ১০৮৮৯ রান এবং টি-টোয়েন্টিতে ৩১ রান করেছেন। দ্রাবিড় ১৯৯৬ সালে ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলা শুরু করেন। ২০০৫ সালের অক্টোবরে তাকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবেও নিযুক্ত করা হয়।
advertisement
advertisement
advertisement