Rahul Dravid Love Story: বহু মহিলার পছন্দ, সেই রাহুল দ্রাবিড় কিন্তু প্রেমিক হিসেবেও সফল, কেন জ্যামি-র স্ত্রী সব সময় থাকেন আড়ালে?

Last Updated:
Rahul Dravid- রাহুল দ্রাবিড়ের স্ত্রীর নাম বিজেতা পেন্ডারকর। বিজেতা এবং রাহুল ছোটবেলা থেকেই একে অপরকে চেনেন। দ্রাবিড় এবং পেন্ডারকর পরিবারের বন্ধুত্ব ছিল বেঙ্গালুরুতে থাকার সময় থেকে। সেই সূত্র ধরেই রাহুল ও বিজেতার বন্ধুত্ব।
1/6
প্রেম বিষয়টি বেশ জটিল। কে কখন কার প্রেমে পড়বে তা কেউ জানে না৷ এমন অনেক ক্ষেত্রে হয়, যখন বহু বছরের আগের চেনা হঠাৎ করে নতুন করে সেই সম্পর্কে মোচড় আসে৷  কয়েক বছর আগে ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের সঙ্গেও এই রকমই হয়েছিল৷  তিনি আগে থেকেই বিজেতা চিনতেন৷ আর মনে মনে পছন্দও করতেন। তার পর সেই প্রিয় মানুষটিকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন।
প্রেম বিষয়টি বেশ জটিল। কে কখন কার প্রেমে পড়বে তা কেউ জানে না৷ এমন অনেক ক্ষেত্রে হয়, যখন বহু বছরের আগের চেনা হঠাৎ করে নতুন করে সেই সম্পর্কে মোচড় আসে৷  কয়েক বছর আগে ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের সঙ্গেও এই রকমই হয়েছিল৷  তিনি আগে থেকেই বিজেতা চিনতেন৷ আর মনে মনে পছন্দও করতেন। তার পর সেই প্রিয় মানুষটিকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন।
advertisement
2/6
ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার, ক্যাপ্টেন হয়ে কোচ! যে কোনও ভূমিকায় তিনি শক্ত দেওয়ালের মতো দাঁড়িয়েছিলেন। তিনি রাহুল ‘দ্য ওয়াল’ দ্রাবিড়। তবে জানেন কি, রাহুল দ্রাবিড় কিন্তু প্রেমিক হিসেবেও সফল। তবে তাঁর প্রেমের গল্প অনেকেরই অজানা। কারণ রাহুল নিজেই ব্যক্তিগত কথা সেভাবে বলতে চান না কাউকে। এমনকী তাঁর স্ত্রীও থাকতে ভালবাসেন প্রচারের আড়ালে।
ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার, ক্যাপ্টেন হয়ে কোচ! যে কোনও ভূমিকায় তিনি শক্ত দেওয়ালের মতো দাঁড়িয়েছিলেন। তিনি রাহুল ‘দ্য ওয়াল’ দ্রাবিড়। তবে জানেন কি, রাহুল দ্রাবিড় কিন্তু প্রেমিক হিসেবেও সফল। তবে তাঁর প্রেমের গল্প অনেকেরই অজানা। কারণ রাহুল নিজেই ব্যক্তিগত কথা সেভাবে বলতে চান না কাউকে। এমনকী তাঁর স্ত্রীও থাকতে ভালবাসেন প্রচারের আড়ালে।
advertisement
3/6
রাহুল দ্রাবিড়ের স্ত্রীর নাম বিজেতা পেন্ডারকর। বিজেতা এবং রাহুল ছোটবেলা থেকেই একে অপরকে চেনেন। দ্রাবিড় এবং পেন্ডারকর পরিবারের বন্ধুত্ব ছিল বেঙ্গালুরুতে থাকার সময় থেকে। সেই সূত্র ধরেই রাহুল ও বিজেতার বন্ধুত্ব। রাহুল এবং বিজেতার মধ্যে বয়সের ফারাক তিন বছরের। বিজেতা শল্য চিকিৎসক। পড়াশোনার সময় থাকতেন নাগপুরে। তখন দ্রাবিড় খেলার জন্য সারা দেশে ঘুরছেন। তবে সময় পেলেই চলে যেতেন নাগপুর।
রাহুল দ্রাবিড়ের স্ত্রীর নাম বিজেতা পেন্ডারকর। বিজেতা এবং রাহুল ছোটবেলা থেকেই একে অপরকে চেনেন। দ্রাবিড় এবং পেন্ডারকর পরিবারের বন্ধুত্ব ছিল বেঙ্গালুরুতে থাকার সময় থেকে। সেই সূত্র ধরেই রাহুল ও বিজেতার বন্ধুত্ব। রাহুল এবং বিজেতার মধ্যে বয়সের ফারাক তিন বছরের। বিজেতা শল্য চিকিৎসক। পড়াশোনার সময় থাকতেন নাগপুরে। তখন দ্রাবিড় খেলার জন্য সারা দেশে ঘুরছেন। তবে সময় পেলেই চলে যেতেন নাগপুর।
advertisement
4/6
২০০৩ সালের বিশ্বকাপের আগে আগেই বাগ্‌দান পর্ব সারেন রাহুল এবং বিজেতা। তখন রাহুল দ্রাবিড়ের উপরে সব সময় স্পটলাইট থাকত। পেশায় চিকিৎসক বিজেতা সব সময়ই লাইমলাইট থেকে দূরে থাকতে চাইতেন। কিন্তু দ্রাবিড়ের বিয়ের তারিখ জানাজানি হয়ে যায়। সতর্ক হয়ে যান বিজেতা এবং তাঁর পরিবার।প্রথমে রাহুল এবং বিজেতার পরিবার তাঁদের বিয়ের তারিখ ২০০২ সালের একটি তারিখে ঠিক করেছিল। এদিকে, ২০০৩ সালে ছিল বিশ্বকাপ। রাহুলকে প্রচুর প্র্যাক্টিস করতে হত। তাই বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত দুই পরিবারই অপেক্ষা করে। ২০০৩ সালে মে মাসের ৪ তারিখ বিয়ে হয় তাঁদের।
২০০৩ সালের বিশ্বকাপের আগে আগেই বাগ্‌দান পর্ব সারেন রাহুল এবং বিজেতা। তখন রাহুল দ্রাবিড়ের উপরে সব সময় স্পটলাইট থাকত। পেশায় চিকিৎসক বিজেতা সব সময়ই লাইমলাইট থেকে দূরে থাকতে চাইতেন। কিন্তু দ্রাবিড়ের বিয়ের তারিখ জানাজানি হয়ে যায়। সতর্ক হয়ে যান বিজেতা এবং তাঁর পরিবার। প্রথমে রাহুল এবং বিজেতার পরিবার তাঁদের বিয়ের তারিখ ২০০২ সালের একটি তারিখে ঠিক করেছিল। এদিকে, ২০০৩ সালে ছিল বিশ্বকাপ। রাহুলকে প্রচুর প্র্যাক্টিস করতে হত। তাই বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত দুই পরিবারই অপেক্ষা করে। ২০০৩ সালে মে মাসের ৪ তারিখ বিয়ে হয় তাঁদের।
advertisement
5/6
রাহুল দ্রাবিড়ের জন্ম ইনদওরে৷ তাঁর বাবা সেখানেই কাজ করতেন। কিন্তু পরে তাঁর বাবা নাগপুরে চলে আসেন এবং রাহুল দ্রাবিড়ও তার সঙ্গে সেখানে চলে গিয়েছিলেন। রাহুলের বাবা এবং বিজেতার (রাহুলের স্ত্রী) বাবা শুরু থেকেই ভাল বন্ধু ছিলেন। বিজেতার বাবা ছিলেন উইং কমান্ডার, যিনি নাগপুরে পোস্টিং পেয়েছিলেন।  নাগপুরে থাকার সময়েই দুই পরিবার একে অপরের বন্ধু হয়ে ওঠে৷ পাশাপাশি একে অপরের সাথে যোগাযোগ শুরু করে। এই সময়ে রাহুলও বিজেতার প্রেমে পড়েন।
রাহুল দ্রাবিড়ের জন্ম ইনদওরে৷ তাঁর বাবা সেখানেই কাজ করতেন। কিন্তু পরে তাঁর বাবা নাগপুরে চলে আসেন এবং রাহুল দ্রাবিড়ও তার সঙ্গে সেখানে চলে গিয়েছিলেন। রাহুলের বাবা এবং বিজেতার (রাহুলের স্ত্রী) বাবা শুরু থেকেই ভাল বন্ধু ছিলেন। বিজেতার বাবা ছিলেন উইং কমান্ডার, যিনি নাগপুরে পোস্টিং পেয়েছিলেন।  নাগপুরে থাকার সময়েই দুই পরিবার একে অপরের বন্ধু হয়ে ওঠে৷ পাশাপাশি একে অপরের সাথে যোগাযোগ শুরু করে। এই সময়ে রাহুলও বিজেতার প্রেমে পড়েন।
advertisement
6/6
রাহুল এবং বিজেতার প্রথম সন্তান সমিতের জন্ম হয় ২০০৫ সালে। সমিতের ভাই অন্বয়ের জন্ম হয় ২০০৯ সালে। রাহুলের কেরিয়ারের জন্য অনেক ত্যাগস্বীকার করেছেন বিজেতা। দুই ছেলের পড়াশোনা, যত্নে কোনও ত্রুটি হতে দেননি। দ্রাবিড়কে সব সময় খেলার জন্য বাইরে থাকতে হত। আর বাকি সমস্ত দায়িত্ব সামলাতেন বিজেতা।
রাহুল এবং বিজেতার প্রথম সন্তান সমিতের জন্ম হয় ২০০৫ সালে। সমিতের ভাই অন্বয়ের জন্ম হয় ২০০৯ সালে। রাহুলের কেরিয়ারের জন্য অনেক ত্যাগস্বীকার করেছেন বিজেতা। দুই ছেলের পড়াশোনা, যত্নে কোনও ত্রুটি হতে দেননি। দ্রাবিড়কে সব সময় খেলার জন্য বাইরে থাকতে হত। আর বাকি সমস্ত দায়িত্ব সামলাতেন বিজেতা।
advertisement
advertisement
advertisement