advertisement
বাংলা খবর » TAG » Mohammad Shami

মহম্মদ শামি খবর

মহম্মদ শামি: জীবন, কেরিয়ার, সাফল্য এক ঝলকে

পুরো নাম: মহম্মদ শামি আহমেদ

জন্ম: ৩ সেপ্টেম্বর, ১৯৯০

উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)

জাতীয়তা: ভারতীয়

ক্রীড়াবিদ: ডান-হাতি ফাস্ট-মিডিয়াম বোলার

পরিবার

পিতা – তৌসিফ আলি

মা – অঞ্জুম আরা

কেরিয়ারের সূচনা:

মহম্মদ শামি উত্তরপ্রদেশের মোরাদাবাদে বদরুদ্দিন সিদ্দিকীর অধীনে ক্রিকেটের প্রাথমিক প্রশিক্ষণ শুরু করেন। এর কয়েক বছর পরে তিনি কলকাতায় চলে আসেন এবং অনূর্ধ্ব-২২ বাংলা দলে খেলার জন্য নির্বাচিত হন। এখান থেকেই শুরু হয় তাঁর বাইশ গজের যাত্রা। অনেক পরিশ্রমের পর বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পান তিনি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ভাবে নিজের দক্ষতা প্রদর্শন করেন শামি, যার ফলে বিসিসিআই বোর্ডেরও নজর যায় তাঁর উপর।

আন্তর্জাতিক অভিষেক:

ওয়ান ডে:

২০১৩ সালে নীল জার্সিতে ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান শামি। ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ান ডে সিরিজে গড় ২৮.৭২ রান দিয়ে ১১টি উইকেট নেন তিনি। ওই বছরেই দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে ৫০টি ওডিআই উইকেট নিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের মতো বড় দলের বিরুদ্ধে একটি সিরিজে শামি ৮টি উইকেট নিয়ে নিজের বোলিং দক্ষতার পরিচয় দিয়েছেন। শামির পারফর্মেন্সের ভিত্তিতে ২০১৪ ‘আইসিসি ওয়ার্ল্ড ওডিআই একাদশে’ তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়।  

২০১৫ সালে ভারতের হয়ে বিশ্বকাপ খেলার ডাক পান তিনি। ২০১৫ আইসিসি বিশ্বকাপে গড় ১৭.২৯ রান দিয়ে মোট ১৭টি উইকেট নিয়েছিলেন। ওই বছর ফের তাঁর নাম আর এক বার ‘আইসিসি ওয়ার্ল্ড ওডিআই একাদশে’ যুক্ত করা হয়। ২০১৯ সালে দ্রুততম ভারতীয় বোলার হিসেবে ১০০টি ওয়ান ডে উইকেট নিয়ে রেকর্ড গড়েন শামি। ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাট-ট্রিক উইকেট নেন শামি। আর বিশ্বকাপের ম্যাচে তিনিই দ্বিতীয় ভারতীয়, যিনি হ্যাট-ট্রিক করেছেন।

টেস্ট:

২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিরুদ্ধে তাঁর টেস্ট ম্যাচে অভিষেক হয়। প্রথম ম্যাচেই ৯টি উইকেট নিয়ে ভারতীয় খেলোয়াড় হিসেবে ফের নতুন রেকর্ড গড়েন মহম্মদ শামি। ২০১৪-১৫ সালের বর্ডার-গাভাস্কার ট্রফির অংশ ছিলেন তিনি এবং এই সিরিজে মোট ১৫টি উইকেট নিয়েছিলেন শামি। 

টি২০:

শামির দক্ষতা দেখে নির্বাচকরা যারপরনাই মুগ্ধ হয়েছিলেন। তাই ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয় তাঁকে। প্রথম ম্যাচেই উমর আকমলের উইকেট নিলেও টুর্নামেন্টের বাকি ম্যাচে অবশ্য তাঁকে আর খেলতে দেওয়া হয়নি। আন্তর্জাতিক স্তরে শামি খুব বেশি টি২০ ম্যাচ খেলেননি। 

আইপিএল কেরিয়ার:

ইন্ডিয়ান ক্রিকেটে শামি উইকেট টেকার বোলার নামে পরিচিত। শুরুর দিকে শামি কলকাতা নাইট রাইডার্সের অংশ ছিলেন, কিন্তু তাঁকে খুব বেশি সুযোগ দেওয়া হয় নি। ২০১৪ সালে দিল্লি ডেয়ারডেভিলস দলের হাত ধরে আইপিএল-এ তিনি প্রচারের আলোয় আসেন। ২০১৫ সাল অবধি তিনি দিল্লির টিমেই ছিলেন। ২০১৯ সালে কিংস ইলেভেন পঞ্জাব শামিকে ৪.৮ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল। এর পর ২০২২ সালের মেগা নিলামে গুজরাত টাইটান্স দল তাঁকে কিনেছে। আর সবথেকে বড় কথা হল, ২০২২ সালে গুজরাতের আইপিএল ট্রফি জয়ে শামির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

চোট-আঘাত:

খেলার ময়দানে থাকার কালে ক্ষত-চোট শামির কেরিয়ারে অনেক সমস্যা তৈরি করেছে। চোট-আঘাতের কারণে আন্তর্জাতিক-সহ বহু আইপিএল ম্যাচে খেলতে পারেননি তিনি।   

আরো দেখুন …

সব খবর

advertisement
advertisement