Mohammad Shami: মাসে ৪ লাখ টাকা খোরপোষ, 'বিপদ' তাতেও কাটল না! শামির জন্য আবার খারাপ খবর!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mohammad Shami- টিম ইন্ডিয়ার হেডস্যর গৌতম গম্ভীর একটি টিভি শো-তে আচমকা শামিকে কটাক্ষ করলেন। একটি শো-তে ঋষভ পন্থ, যুজবেন্দ্র চাহাল ও অভিষেক শর্মা এবং গৌতম গম্ভীর ছিলেন।
advertisement
advertisement
দীর্ঘদিন ধরেই শামি ও হাসিনের এই সমস্যা চলছে। ২০১৭ সালে শামির বিরুদ্ধে আদালতে মামলা করেন হাসিন। তার পর একাধিকবার শামিকে আদালতে হাজিরা দিতে হয়। এবার শেষ পর্যন্ত হাসিনের কিছুটা পূরণ হল। তবে হাসিন জানিয়েছেন, তিনি এই খোরপোষের টাকায় খুশি নন। তিনি মাসে ১০ লাখ টাকা খোরপোষের দাবিতে আবার আদালতে আবেদন করবেন।
advertisement
২০১৮ সালে দায়ের করা মামলায় শামির থেকে নিজের জন্য মাসিক ৭ লক্ষ এবং মেয়ের জন্য মাসিক ৩ লক্ষ টাকা সাহায্যের দাবি জানিয়েছিলেন হাসিন জাহান৷ কিন্তু নিম্ন আদালত হাসিনকে মাসিক ৫০ হাজার এবং মেয়ের জন্য মাসিক ৮০ হাজার টাকা দেওয়ার জন্য শামিকে নির্দেশ দিয়েছিল৷ তবে এবার হাইকোর্টের মির্দেশ, মাসে ৪ লাখ টাকা দিতে হবে শামিকে। তবে এখানেই শামির বিপদের শেষ নেই। আরও খারাপ খবর অপেক্ষা করে ছিল তাঁর জন্য। সেটা বোধ হয় দিয়ে দিলেন গৌতম গম্ভীর।
advertisement
advertisement
গম্ভীর বলেছেন, ''জিজা দুই বছর ধরে ঘরেই আসছে না।'' অর্থাৎ ২ বছর ধরে শামি ভারতীয় ড্রেসিংরুমে আর নেই। অনেকেই প্রশ্ন তুলেছেন, তা হলে কি শামির আর টেস্ট খেলার কোনও সম্ভাবনাই নেই! উল্লেখ্য, ২০২৩ সালের জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষবার ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল শামিকে.