Mohammad Shami: মাসে ৪ লাখ টাকা খোরপোষ, 'বিপদ' তাতেও কাটল না! শামির জন্য আবার খারাপ খবর!

Last Updated:
Mohammad Shami- টিম ইন্ডিয়ার হেডস্যর গৌতম গম্ভীর একটি টিভি শো-তে আচমকা শামিকে কটাক্ষ করলেন। একটি শো-তে ঋষভ পন্থ, যুজবেন্দ্র চাহাল ও অভিষেক শর্মা এবং গৌতম গম্ভীর ছিলেন।
1/6
হাইকোর্টের নির্দেশ। স্ত্রী হাসিন জাহানকে এবার থেকে প্রতি মাসে মহম্মদ শামির দিতে হবে চার লাখ টাকা করে। হাসিন দাবি করেছিলেন মাসে দশ লাখ টাকা। তাঁর দাবি ছিল, শামির যা লাইফস্টাইল তাতে মাসে ১০ লাখ টাকা খোরপোষ দেওয়া তাঁর পক্ষে কঠিন কোনও ব্যাপার নয়।
হাইকোর্টের নির্দেশ। স্ত্রী হাসিন জাহানকে এবার থেকে প্রতি মাসে মহম্মদ শামির দিতে হবে চার লাখ টাকা করে। হাসিন দাবি করেছিলেন মাসে দশ লাখ টাকা। তাঁর দাবি ছিল, শামির যা লাইফস্টাইল তাতে মাসে ১০ লাখ টাকা খোরপোষ দেওয়া তাঁর পক্ষে কঠিন কোনও ব্যাপার নয়।
advertisement
2/6
শামি এমন নির্দেশের পর আর কোনও প্রতিক্রিয়া জাহির করেননি। তবে হাসিন কিন্তু এরই মধ্যে সাক্ষাৎকার দিয়ে বিস্ফোরক সব দাবি করেছেন। হাসিন দাবি করেছেন, শামি তাঁর মেয়ের কোনও খোঁজ বা দায়িত্ব নেন না। বাবার কোনও দায়িত্ব পালন করেন না শামি।
শামি এমন নির্দেশের পর আর কোনও প্রতিক্রিয়া জাহির করেননি। তবে হাসিন কিন্তু এরই মধ্যে সাক্ষাৎকার দিয়ে বিস্ফোরক সব দাবি করেছেন। হাসিন দাবি করেছেন, শামি তাঁর মেয়ের কোনও খোঁজ বা দায়িত্ব নেন না। বাবার কোনও দায়িত্ব পালন করেন না শামি।
advertisement
3/6
দীর্ঘদিন ধরেই শামি ও হাসিনের এই সমস্যা চলছে। ২০১৭ সালে শামির বিরুদ্ধে আদালতে মামলা করেন হাসিন। তার পর একাধিকবার শামিকে আদালতে হাজিরা দিতে হয়। এবার শেষ পর্যন্ত হাসিনের কিছুটা পূরণ হল। তবে হাসিন জানিয়েছেন, তিনি এই খোরপোষের টাকায় খুশি নন। তিনি মাসে ১০ লাখ টাকা খোরপোষের দাবিতে আবার আদালতে আবেদন করবেন।
দীর্ঘদিন ধরেই শামি ও হাসিনের এই সমস্যা চলছে। ২০১৭ সালে শামির বিরুদ্ধে আদালতে মামলা করেন হাসিন। তার পর একাধিকবার শামিকে আদালতে হাজিরা দিতে হয়। এবার শেষ পর্যন্ত হাসিনের কিছুটা পূরণ হল। তবে হাসিন জানিয়েছেন, তিনি এই খোরপোষের টাকায় খুশি নন। তিনি মাসে ১০ লাখ টাকা খোরপোষের দাবিতে আবার আদালতে আবেদন করবেন।
advertisement
4/6
২০১৮ সালে দায়ের করা মামলায় শামির থেকে নিজের জন্য মাসিক ৭ লক্ষ এবং মেয়ের জন্য মাসিক ৩ লক্ষ টাকা সাহায্যের দাবি জানিয়েছিলেন হাসিন জাহান৷ কিন্তু নিম্ন আদালত হাসিনকে মাসিক ৫০ হাজার এবং মেয়ের জন্য মাসিক ৮০ হাজার টাকা দেওয়ার জন্য শামিকে নির্দেশ দিয়েছিল৷ তবে এবার হাইকোর্টের মির্দেশ, মাসে ৪ লাখ টাকা দিতে হবে শামিকে। তবে এখানেই শামির বিপদের শেষ নেই। আরও খারাপ খবর অপেক্ষা  করে ছিল তাঁর জন্য। সেটা বোধ হয় দিয়ে দিলেন গৌতম গম্ভীর।
২০১৮ সালে দায়ের করা মামলায় শামির থেকে নিজের জন্য মাসিক ৭ লক্ষ এবং মেয়ের জন্য মাসিক ৩ লক্ষ টাকা সাহায্যের দাবি জানিয়েছিলেন হাসিন জাহান৷ কিন্তু নিম্ন আদালত হাসিনকে মাসিক ৫০ হাজার এবং মেয়ের জন্য মাসিক ৮০ হাজার টাকা দেওয়ার জন্য শামিকে নির্দেশ দিয়েছিল৷ তবে এবার হাইকোর্টের মির্দেশ, মাসে ৪ লাখ টাকা দিতে হবে শামিকে। তবে এখানেই শামির বিপদের শেষ নেই। আরও খারাপ খবর অপেক্ষা করে ছিল তাঁর জন্য। সেটা বোধ হয় দিয়ে দিলেন গৌতম গম্ভীর।
advertisement
5/6
টিম ইন্ডিয়ার হেডস্যর গৌতম গম্ভীর একটি টিভি শো-তে আচমকা শামিকে কটাক্ষ করলেন। একটি শো-তে ঋষভ পন্থ, যুজবেন্দ্র চাহাল ও অভিষেক শর্মা এবং গৌতম গম্ভীর ছিলেন। সেখানে ভারতীয় দলের কোচ এবার শামিকে কার্যত বুঝিয়ে দিলেন, টেস্ট দলে তাঁর আর সুযোগ পাওয়ার আশা প্রায় নেই।
টিম ইন্ডিয়ার হেডস্যর গৌতম গম্ভীর একটি টিভি শো-তে আচমকা শামিকে কটাক্ষ করলেন। একটি শো-তে ঋষভ পন্থ, যুজবেন্দ্র চাহাল ও অভিষেক শর্মা এবং গৌতম গম্ভীর ছিলেন। সেখানে ভারতীয় দলের কোচ এবার শামিকে কার্যত বুঝিয়ে দিলেন, টেস্ট দলে তাঁর আর সুযোগ পাওয়ার আশা প্রায় নেই।
advertisement
6/6
গম্ভীর বলেছেন, ''জিজা দুই বছর ধরে ঘরেই আসছে না।'' অর্থাৎ ২ বছর ধরে শামি ভারতীয় ড্রেসিংরুমে আর নেই। অনেকেই প্রশ্ন তুলেছেন, তা হলে কি শামির আর টেস্ট খেলার কোনও সম্ভাবনাই নেই!
গম্ভীর বলেছেন, ''জিজা দুই বছর ধরে ঘরেই আসছে না।'' অর্থাৎ ২ বছর ধরে শামি ভারতীয় ড্রেসিংরুমে আর নেই। অনেকেই প্রশ্ন তুলেছেন, তা হলে কি শামির আর টেস্ট খেলার কোনও সম্ভাবনাই নেই! উল্লেখ্য, ২০২৩ সালের জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষবার ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল শামিকে.
advertisement
advertisement
advertisement