Mohammad Shami: ''শামিকে প্রচণ্ড ভালবাসতাম, কিন্তু ও..."! আবার বোমা ফাটালেন হাসিন জাহান
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Hasin Jahan On Mohammad Shami- আদালতের এই নির্দেশের পর আরও একবার শামির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন হাসিন জাহান। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কেউ কাউকে প্রাপ্য থেকে বঞ্চিত করতে চাইলেই হয় না।
কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামি৷ নিম্ন আদালতের রায় বাতিল করে কলকাতা হাইকোর্টে শামিকে স্ত্রী হাসিন জাহান এবং তাঁদের একমাত্র মেয়ের ভরণপোষণের জন্য মাসিক চার লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে৷ এর মধ্যে ২ লক্ষ ৫০ হাজার টাকা মেয়ের জন্য দিতে হবে শামিকে৷ বাকি দেড় লক্ষ টাকা পাবেন শামির স্ত্রী হাসিন৷
advertisement
হাইকোর্ট জানিয়েছে, ক্রিকেটার মহম্মদ শামির যা উপার্জন, তাতে প্রতি মাসে এই পরিমাণ আর্থিক সাহায্য প্রাপ্য হাসিনের স্ত্রী এবং মেয়ের৷ শুধু তাই নয়, ২০১৮ সালে ভরণপোষণের দাবি জানিয়ে হাসিন যে দিন থেকে নিম্ন আদালতে মামলা করেছিলেন, সেই দিন থেকেই মাসিক ৪ লক্ষ টাকা হিসেবে যে অঙ্ক হয়, তা মেটাতে হবে শামিকে৷ এর বাইরেও মেয়ের যথাযথ পড়াশোনার জন্য যে অর্থ প্রয়োজন, স্বেচ্ছায় শামিকে সেই সাহায্য করতে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট৷
advertisement
advertisement
এই রায়কে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাসিন জাহান৷ হাইকোর্টে জমা দেওয়া নথিতে হাসিন জানান, ২০২০-২১ অর্থ বর্ষে ৭ কোটি ১৯ লক্ষ টাকা আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন মহম্মদ শামি৷ এ দিন নির্দেশ দিতে গিয়ে নিম্ন আদালতের রায়ে বিস্ময় প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় মুখোপাধ্যায়৷ বিচারপতি জানান, ক্রিকেটার শামির যে পরিমাণ আয়, তাতে মাসিক অন্তত চার লক্ষ টাকা ভরণপোষণ বাবদ তাঁর স্ত্রী এবং মেয়ের প্রাপ্য৷
advertisement
advertisement
হাসিন আরও বলেছেন, আমি মডেলিং করতাম, আমার উপার্জন ছিল। শামি চেয়েছিল, আমি যেন গৃহবধূর মতো সংসার সামলাই। ওকে প্রচণ্ড ভালবাসতাম। তাই ওর কথা মেনে নিয়েছিলাম। আমি সংসারে সুখ খুঁজে নিয়েছিলাম। এখন আমার আর কোনও উপার্জন নেই। আমার মেয়ে আছে। আমাদের ভরণ-পোষনের দায়িত্ব তো শামির নেওয়ার কথা। আদালত সেই নির্দেশই ওকে দিয়েছে।
advertisement
হাসিন আরও বলেন, কেউই সম্পর্ক ভাঙতে চায় না। কারও চেহারায় তো লেখা থাকে না যে সে ক্রিমিনাল, কাউকে দেখে বোঝার উপায় নেই যে সে আপনার সঙ্গে সম্পর্ক হওয়ার পর কী করবে! আমিও বুঝিনি। শামি যা নোংরামি করছে সেগুলো যেন উপলব্ধি করে! ও হাসিনকে ধ্বংস করতে চেয়েছিল, সাত বছরের বেশি সময় ধরে সেই চেষ্টা করেও লাভ হয়নি। কারণ আমি ন্যায়ের পথে আছি।
advertisement