মহম্মদ শামির ভবিষ্যৎ কী? আর কি খেলবেন টিম ইন্ডিয়ায়? বড় আপডেট
- Published by:Suman Majumder
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Mohammad Shami- পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য শামি তৈরি কিনা সেটাও দেখে নেওয়া জন্যই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছে শামিকে।
advertisement
advertisement
এমনিতে বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে গ্রুপের শেষ দুটি ম্যাচে খেলেছিলেন শামি। ম্যাচ খেলার পরই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফের পৌঁছেছেন বঙ্গ পেসার। সূত্রের খবর, দুটি ম্যাচ খেলার পর শামির হাঁটুর অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। ডান হাঁটুতে এমআরআই করা হয়েছে। সব ঠিকঠাক থাকলে চোট পরীক্ষার পর বুধবার ফের বাংলা ক্রিকেট দলের সঙ্গে যোগ দেবেন শামি।
advertisement
বৃহস্পতিবার বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে খেলার কথা ভারতীয় সুপারস্টারের। শামির ফিটনেস নিয়ে বাংলা খোঁজ নিয়ে জানা গেল, বিজয় হাজারে দুটি আছে বেশিরভাগ সময় মাঠে ছিলেন। দুটো ম্যাচ এইমাত্র দু ওভারের জন্য মাঠের বাইরে বেরোনো ছাড়া পুরো সময়টাই ফিল্ডিং করেছেন। বোলিং করতে খুব একটা অসুবিধা হয়নি। এমনকী, ম্যাচের পর ডান হাঁটু ফুলে যাওয়ার যে সমস্যা দেখা গিয়েছিল মুস্তাক আলি ট্রফিতে সেটা বর্তমানে হচ্ছে না।
advertisement
advertisement
পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য শামি তৈরি কিনা সেটাও দেখে নেওয়া জন্যই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছে শামিকে। সেখান থেকেই চূড়ান্ত রিপোর্টের পর সিদ্ধান্ত নেওয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় স্কোয়াডে শামি থাকবেন কিনা। তবে শামির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ভারতীয় পেসার নিজে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য মুখিয়ে রয়েছেন।