শামির উপর কোপ! আইপিএলে 'বাদ'! গুজরাত এমন পোস্ট করল, হইচই গোটা দেশে

Last Updated:
Mohammad Shami- গুজরাত টাইটান্স একটি পোস্ট করেছে শুভমান গিল ও রশিদ খানকে নিয়ে। এখন একটাই প্রশ্ন, শুভমান ও রশিদকে যদি তারা রিটেইন করে তা হলে কি বাদ পড়বেন মহম্মদ শামি?
1/6
আইপিএলে তা হলে এবার বাদের খাতায় মহম্মদ শামিও। খবর যা তাতে এবার নাকি শামিরও আইপিএলের ঘর বদলে যেতে পারে।
আইপিএলে তা হলে এবার বাদের খাতায় মহম্মদ শামিও। খবর যা তাতে এবার নাকি শামিরও আইপিএলের ঘর বদলে যেতে পারে।
advertisement
2/6
চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শেষ সংস্করণে অংশ নেননি মহম্মদ শামি। আইপিএল ২০২৫ এ  মহম্মদ শামি আইপিএলে ফের সর্বশক্তি নিয়ে ফিরবেন৷  আইপিএলে বিভিন্ন ফ্রাঞ্চাইজির  হয়ে খেলেছেন মহম্মদ শামি৷  তাঁর যোগ্যতা প্রমাণ করেছেন। তবে এবার নাকি তাঁকেই আর রিটেইন করবে না পঞ্জাব!
চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শেষ সংস্করণে অংশ নেননি মহম্মদ শামি। আইপিএল ২০২৫ এ  মহম্মদ শামি আইপিএলে ফের সর্বশক্তি নিয়ে ফিরবেন৷  আইপিএলে বিভিন্ন ফ্রাঞ্চাইজির  হয়ে খেলেছেন মহম্মদ শামি৷  তাঁর যোগ্যতা প্রমাণ করেছেন। তবে এবার নাকি তাঁকেই আর রিটেইন করবে না পঞ্জাব!
advertisement
3/6
ভারতীয় দলে ফেরার আগে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করতে হবে মহম্মদ শামিকে। যদিও সেই পরীক্ষা দিতে একশো শতাংশ তৈরি তারকা পেসার। তিনি বোলিং করা শুরু করেছেন পুরো রান-আপ-এ। তবে এবার গুজরাত টাইটান্সের পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়ে গেল।
ভারতীয় দলে ফেরার আগে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করতে হবে মহম্মদ শামিকে। যদিও সেই পরীক্ষা দিতে একশো শতাংশ তৈরি তারকা পেসার। তিনি বোলিং করা শুরু করেছেন পুরো রান-আপ-এ। তবে এবার গুজরাত টাইটান্সের পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়ে গেল।
advertisement
4/6
গুজরাত টাইটান্স একটি পোস্ট করেছে শুভমান গিল ও রশিদ খানকে নিয়ে। এখন একটাই প্রশ্ন,  শুভমান ও রশিদকে যদি তারা রিটেইন করে তা হলে কি বাদ পড়বেন মহম্মদ শামি?
গুজরাত টাইটান্স একটি পোস্ট করেছে শুভমান গিল ও রশিদ খানকে নিয়ে। এখন একটাই প্রশ্ন, শুভমান ও রশিদকে যদি তারা রিটেইন করে তা হলে কি বাদ পড়বেন মহম্মদ শামি?
advertisement
5/6
২০২২ আইপিএলে গুজরাতকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শামির। ২০টি উইকেট তুলেছিলেন। পরের মরশুমে ২৮টি উইকেট। তবে চোটের জন্য গত মরশুমে খেলতে পারেননি শামি।
২০২২ আইপিএলে গুজরাতকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শামির। ২০টি উইকেট তুলেছিলেন। পরের মরশুমে ২৮টি উইকেট। তবে চোটের জন্য গত মরশুমে খেলতে পারেননি শামি।
advertisement
6/6
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে জল্পনা তৈরি হলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় ফেরা হয়নি শামির। তবে বেঙ্গালুরুতে ম্যাচ শেষে পুরো দমে বোলিং অনুশীলন করতে দেখা গিয়েছে শামিকে। গত প্রায় এক বছর ধরে নিজেকে ফিট করে তোলার লড়াই লড়ছেন শামি। তবে এবার তিনি ফিট হওয়ার মতো জায়গায় রয়েছেন। আর এখনই যদি তিনি আইপিএলে ঘর হারান, তা হলে তো সমস্যা বাড়তে পারে!
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে জল্পনা তৈরি হলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় ফেরা হয়নি শামির। তবে বেঙ্গালুরুতে ম্যাচ শেষে পুরো দমে বোলিং অনুশীলন করতে দেখা গিয়েছে শামিকে। গত প্রায় এক বছর ধরে নিজেকে ফিট করে তোলার লড়াই লড়ছেন শামি। তবে এবার তিনি ফিট হওয়ার মতো জায়গায় রয়েছেন। আর এখনই যদি তিনি আইপিএলে ঘর হারান, তা হলে তো সমস্যা বাড়তে পারে!
advertisement
advertisement
advertisement